হাওড়ার নিশ্চিন্দায় বিধ্বংসী আগুন আগুনে ভস্মীভূত একটি গোটা বাড়ি আগুন নেভাতে গিয়ে জখম ১ ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়

বিশ্বনাথ দাস, হাওড়া-একটি বাড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা এলাকাকে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে গুরুতর জখম হন এক জন। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে দমকল।

আরও পড়ুন-বিষধর সাপ পাচার চক্রে বন দপ্তরের জালে সাপুড়ে, অভিযুক্তের ঘর থেকে উদ্ধার ২টি সাপ

ঘটনাটি ঘটেছে হাওড়ার নিশ্চিন্দায় পশ্চিমপাড়া এলাকায়। জানাগেছে, বুধবার রাতে গ্রন্থাগারের পাশে একটি টালির বাড়িতে আচমকা আগুন লেগে যায়। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাতে লাগান স্থানীয় বাসিন্দারা। আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হন এক ব্যক্তি। তাঁকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন-পণের টাকা না মেলায় শ্বশুর বাড়িতে ফিরে বধূর দেহ উদ্ধার, বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ.

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দমকলের আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দু ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও, কীভাবে ওই বাড়িটিতে আগুন লাগল। তার সঠিক কারণ এখনও জানা যায়নি। জনবসতি পূর্ণ এলাকায় আগুন লাগার কারণে আতঙ্ক ছড়ায় এলাকায়।