Viral Video : দেওয়াল বেয়ে বাড়িতে হানা ১০ ফুট লম্বা পাইথনের, ভিডিও ভাইরাল

মহারাষ্ট্রের থানেতে হাড় হিম করা ঘটনা । বাড়ির দেওয়ালে পাইথন । বাবা-ছেলে মিলে তাড়াল পাইথনকে ।

Share this Video

অবাক করা ঘটনা মহারাষ্ট্রের থানেতে। বিশালাকার পাইথনের সঙ্গে মারামারি করে কাবু দুই তরুণ। একটি বাড়ির জানালায় ঝুলে রয়েছে লম্বা পাইথনটি। আর সেটিকে সেখান থেকে সরাতেই কসরত করছে দুই জন। প্রতিবেশীরা গোটা ঘটনার ভিডিও শ্যুট করেছে। ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Related Video