সংক্ষিপ্ত

ফেব্রুয়ারি মাসে প্রায় ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তালিকা অনুসারে, বিভিন্ন উৎসব ও ছুটির দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও রাজ্য ভেদে বিভিন্ন উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ক্যালেন্ডার বলছে বছরের দ্বিতীয় মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে মোট ২৮ দিন। আর এই ২৮ দিনের মধ্যে প্রায় ১৪ দিন বন্ধ থাকবে ব্যঙ্ক। সদ্য প্রকাশ্যে এল রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তালিকা। সেই তালিকা অনুসারে প্রায় অর্ধেক মাস রয়েছে ব্যাঙ্কের ছুটি। এদিকে জানুয়ারি প্রায় শেষ। হাতে মাত্র কটা দিন। তার মাঝে প্রকাশ্যে এল ছুটির তালিকা।

রইল ফেব্রুয়ারি মাসের ছুটির ব্যাঙ্ক ছুটির তালিকা।

৩ ফেব্রুয়ারি সোমবার- সরস্বতী পুজো উপলক্ষ্যে আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার- থাই পুষম উৎসব উপলক্ষ্যে চেন্নাইতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১২ ফেব্রুয়ারি, বুধবার- শ্রী রবিদাস জয়ন্তী উপলক্ষ্যে সিমলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৫ ফেব্রুয়ারি, শনিবার- লুই-নাই-নি আঞ্চলিক উৎসবের দরুন শনিবার ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৯ ফেব্রুয়ারি, বুধবার- বেলাপুর, মুম্বই, নাগপুরে ছত্রপতি শিবাজী জয়ন্তীর জন্য ব্যাঙ্ক বন্ধ।

২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার - আইজল ও ইটানগরে স্টেটহুড ডে উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ।

২৬ ফেব্রুয়ারি, বুধবার- এই দিন মহাশিবরাত্রি। তাই আমেদাবাদ, আইজল, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লক্ষ্মৌ, মুম্বই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর,তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সব রাজ্যে একই দিন ব্যাঙ্ক বন্ধ থাকে তা নয়। ভিন্ন রাজ্যের ব্যাঙ্কের ছুটি ভিন্ন। তবে, প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার পূর্ণদিবস ব্যাঙ্ক বন্ধ থাকে। ছুটির দিনগুলো অনলাইন পরিষেবা চালুন থাকে প্রকাশ্যে এল এমন তালিকা। গোটা মাস জুড়ে আছে একাধিক ছুটি। চলতি মাসে প্রায় ১৪ দিন ছুটি পেতে চলেছেন ব্যাঙ্ক কর্মীরা। এতে অবশ্যই সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। এই কদিন অনলাইন পরিষেবার সুবিধা নিতে পারেন। অনলাইনে ঘরে বসে সব কাজ সম্পন্ন করে নিন। আর একান্ত ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন পড়লে এই দিন দেখে নিন। প্রতি মাসের শুরুতেই প্রকাশ্যে আসে ছুটির তালিকা। এবারও হল না তার অন্যথা।