১৯৭১-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধে জয়ের ৫১ তম বর্ষপূর্তি, নয়াদিল্লির ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ অর্পণ রাজীব চন্দ্রশেখরের

৭১-এর বাংলাদেশ যুদ্ধের ৫১ তম বর্ষপূর্তি, এই দিনেই ভারতের কাছে পরাজয় বরণ করেছিল পাকিস্তান । ভারতের সাহায্য নিয়ে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের, নয়াদিল্লির ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ অর্পণ রাজীব চন্দ্রশেখরের |

/ Updated: Dec 16 2022, 03:51 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৭১-এর বাংলাদেশ যুদ্ধের ৫১ তম বর্ষপূর্তি | এই দিনেই ভারতের কাছে পরাজয় বরণ করেছিল পাকিস্তান | ভারতের সাহায্য নিয়ে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের | বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে ১২ হাজার ভারতীয় শহিদ হয়েছিলেন | ৭১-এর যুদ্ধ জয়ের পর ৬০০ জন বীরত্বের সম্মানে সম্মানিত হন | ৪ জন পরমবীরচক্র, ৭৬ জন মহাবীরচক্র এবং ৫১৩ জন বীরচক্র পেয়েছিলেন | নয়াদিল্লির ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন রাজীব চন্দ্রশেখর |