সোপিয়ানে সেনাবাহিনী ও জঙ্গির মধ্যে গুলির লড়াই দুপক্ষের গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি ল্লাশি অভিযান চালানোর সময়ে সেনাবাহিনীকে উদ্দেশ করে গোলাবর্ষণ করতে শুরু করে জঙ্গিরা তারপরই পাল্টা আক্রমণ করে সেনাবাহিনী
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে চলছে লাগাতার গুলির লড়াই। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে দুপক্ষের সংঘর্ষের জেরে মত্যু হয়েছে ২ জঙ্গির।
দক্ষিণ কাশ্মীরের কীগাম-এর দারামদোরায় তল্লাশি অভিযান চালানোর সময়ে সেনাবাহিনীকে উদ্দেশ করে গোলাবর্ষণ করতে শুরু করে জঙ্গিরা। আর এরপরই সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। তার ঠিক তখনই সেনাবাহিনীর পাল্টা এনকাউন্টারে নিহত হয় দুই জঙ্গি।
Scroll to load tweet…
সংবাদ সংস্থা সূত্রে খবর, সেনাবাহিনীর কাছে খবর ছিল যে, সোপিয়ানের ওই এলাকায় জঙ্গিদের থাকার সম্ভাবনা রয়েছে। আর সেইমতো তল্লাশিও শুরু করেছিলেন তাঁরা। আর সেই সময়েই ঘটে এই ঘটনা। সূত্রের খবর ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বন্দুক এবং গুলিও। তবে এখনও পর্যন্ত নিহত জঙ্গিদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
