সংক্ষিপ্ত
একজন কর্মকর্তা জানিয়েছেন, অনুষ্ঠানের সময় অতিথিদের স্থানীয় ঐতিহ্যবাহী জলখাবার পাফ রাইস, ক্রিম-সহ স্ন্যাক্স পরিবেশন করা হয়েছিল।
অসমের গোলাঘাট জেলায় এক মৃত ব্যক্তির স্মরণসভার অনুষ্ঠানে গিয়ে স্ন্যাক্স খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ২০০ জন। রবিবার এমনটাই জানিয়েছে অসম প্রশাসন। শনিবার রতে রুপাথার এলাকার উরিয়ামঘটের পাশঘোরিয়া গ্রামে প্রদীপ গগৈয়ের মায়ের স্মরণসভার অনুষ্ঠান ছিল। সেখনেই উপস্থিত ছিলেন প্রচুর মানুষ। সেখানেই জলখাবারের ব্যবস্থা করা হয়েছিল। তাই খেয়েই অসুস্থ হয়ে পড়েন ২০০ জন।
একজন কর্মকর্তা জানিয়েছেন, অনুষ্ঠানের সময় অতিথিদের স্থানীয় ঐতিহ্যবাহী জলখাবার পাফ রাইস, ক্রিম-সহ স্ন্যাক্স পরিবেশন করা হয়েছিল। সেটি খাবার পরেও স্থানীয়রা জানান তাদের সমস্যা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, যারা জলখাবার খেয়েছিলেন তঁদের পেটে ব্যাথ, মাথা যন্ত্রণা করছিল। হাঁটা চলা করতেও সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গেই ৫৩জনকে সরুপাথার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল। পরে তাদের উরিয়ামঘটের জনস্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল। দুজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসার জন্য জোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বকিদের অবস্থা স্থিতিশীল।
অসম প্রশাসন জানিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত ১৫০ জনের অবস্থা আপাতত স্থিতিশীল। বর্তমানে তাঁরা রয়েছেন বাড়িতে। তাঁদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। গ্রামবাসীদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য গ্রামে একটি মেডিক্যাল ক্যাম্পও স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে যারা যোগ দিয়েছিলেন তাদের প্রত্যেকের বাড়িতেই মেডিক্যাল টিম পাঠান হয়েছে। আপাতত গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।