১৯ নভেম্বর দেশবাসীর অ্যাকাউন্টে ঢুকবে টাকা, ভাতা দিচ্ছে মোদী সরকার, উপহার কাদের জন্য?
বিহার নির্বাচনে জয়ের পর মোদী সরকার পিএম-কিসান প্রকল্পের ২১ তম কিস্তি প্রকাশ করতে চলেছে। এর ফলে দেশের ১১ কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো হবে।

বিহার নির্বাচনে বিপুল জয়ের পর দেশবাসীকে বড় উপহার দিতে চলেছে মোদী সরকার। সদ্য প্রকাশ্যে এল এক প্রকল্পের কথা। দেশের ১১ কোটির বেশি মানুষ পেতে চলেছেন বিশেষ সুবিধা। তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তাও ১৯ তারিখে।
কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে এই দেশে। যার দ্বারা উপকৃত হন বিভিন্ন স্তরের মানুষ। পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে পেয়ে থাকেন আর্থিক সাহায্য। তেমনই কৃষকদের দেওয়া হয় বিশেষ সুবিধা। এবার প্রকাশ্যে এল কৃষকদের প্রকল্পের কথা।
পিএম- কিসান প্রকল্প নিয়ে সামনে এল নয়া তথ্য। শোনা যাচ্ছে, শীঘ্রই মিলবে ২১ তম কিস্তির টাকা। এখনও পর্যন্ত দেশে ১১ কোটিরও বেশি কৃষক পরিবারকে ২০টি কিস্তির মাধ্যমে ৩.৭০ লক্ষ কোটি টাকার বেশি সহায়তা দেওয়া হয়েছে। এই অর্থ কৃষকদের চাষাবাদের প্রয়োজনীয় উপকরণ কেনা ছাড়াও শিক্ষা, চিকিৎসা এবং পরিবারের অন্যান্য জরুরি খরচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
যে সব কৃষকের জমির নথিপত্র পিএন কিসান পোর্টাল নিবন্ধিত আছে এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করা তারাই সুবিধা পাবেন। শোনা যাচ্ছে ১৯ নভেম্বর ঢুকবে টাকা। এবার মিলবে ২১ তম কিস্তির টাকা।
কৃষিমন্ত্রক জানিয়েছে, পিএম কিসান প্রকল্পে শেষ প্রান্তের কৃষকদের কাছে পৌঁছনোই অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যেই শুরু হয় কিষাণ রেজিস্ট্রি। নতুন ডেটাবেস তৈরি হলে কৃষকদের বারবা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না, বরং একটিমাত্র সুসংহত রেজিস্ট্রির ভিত্তিতেই তারা বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে পারবেন।

