সংক্ষিপ্ত
- রাজস্থানে বারমার জেলায় ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা
- শহিদ হলেন ভারতীয় বায়ুসেনার তিন জওয়ান
- আহত আরও তিন জওয়ান
- নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ওই ট্রাক
রাজস্থানে বারমার জেলায় ঘটে গিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। শহিদ হলেন ভারতীয় বায়ুসেনার তিন জওয়ান। একটি ট্রাকে করে যাওয়ার সময়ে রাজস্থানের বারমার জেলায় পাহাড় থেকে পড়ে যায় ওই ট্রাক। সেইসময়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গিয়েছে তিনজন বায়ুসেনা জওয়ানের।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতীয় বায়ুসেনার আরও তিন জওয়ান। বারমার জেলার পুলিশ সুপার শিবরাজ মীনার তরফে ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। আহত জওয়ানদের স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
অভিনন্দনের বদলা নিল সেনাবাহিনী! নিয়ন্ত্রণরেখায় গুলির লড়াইয়ে খতম অত্যাচারকারী
সূত্রের খবর বুধবার সকালে ভারতীয় বায়ুসেনার একটি ট্রাক যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেইসময়ে ওই ট্রাকে ছিলেন ভারতীয় বায়ুসেনার মোট আট জওয়ান। ইতিমধ্যেই মৃত জওয়ানদের পুলিশ শনাক্ত করে ফেলেছে। মৃতের নাম অশোক কুমার, রাওয়াত এবং শেরপা। এই ঘটনায় আহতরা হলেন মণিরাম অরুণ কুমার এবং হেমান প্রসাদ। জওয়ানদের এই আকস্মিক মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।