অপারেশন কাগার: আগামী বছরের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই দেশজুড়ে বড় ধরনের এনকাউন্টার চলছে। 

ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় সাফল্য হিসেবে বুধবার ৪১ জন নকশাল আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে ৩২ জনের মাথার ওপর বড় অঙ্কের পুরস্কার ছিল। এই ৩২ জনের ওপর মোট ₹১.১৯ কোটি পুরস্কার রয়েছে। আত্মসমর্পণকারীদের মধ্যে শীর্ষ ও মধ্যম স্তরের নকশালরাও রয়েছে। এদের মধ্যে ৯ জনের প্রত্যেকের ওপর ৮ লক্ষ টাকা করে পুরস্কার ছিল - পান্দ্রু হাপকা (মোহন), তার স্ত্রী বান্ডি হাপকা, লাক্কু কোরসা, বাদ্রু পুনেম, সুখরাম হেমলা, তার স্ত্রী মঞ্জুলা হেমলা (শান্তি), মংলি মাডভি (শান্তি), জয়রাম কাদিয়াম এবং পান্ডো মাদাকাম (চাঁদনী)।

মাটা কাদিয়াম (মঙ্গলা), জামলি কাদিয়াম, জোগি মাদাকাম (মালতী)-এর ওপর ৫ লক্ষ টাকার পুরস্কার ছিল। এছাড়া ১২ জনের ওপর ২ লক্ষ টাকা এবং ৮ জনের ওপর ১ লক্ষ টাকার পুরস্কার ছিল। আত্মসমর্পণকারী প্রত্যেককে সরকার তাৎক্ষণিকভাবে ৫০,০০০ টাকা উৎসাহ ভাতা হিসেবে দিচ্ছে। এছাড়াও, পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হবে।

এরা দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটি, তেলেঙ্গানা স্টেট কমিটি এবং ধামতারি-গারিয়াবন্দ-নুয়াপাড়া অঞ্চলের নকশাল সংগঠনে কাজ করত। কর্মকর্তারা জানিয়েছেন, আত্মসমর্পণকারীরা সবাই ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে শান্তিপূর্ণ জীবনযাপন করার কথা ঘোষণা করেছে। 

এই বছর বিজাপুর জেলায়:

৫২৮ জন মাওবাদী গ্রেফতার হয়েছে

৫৬০ জন মূল স্রোতে ফিরে এসেছে

১৪৪ জন মাওবাদী এনকাউন্টারে নিহত হয়েছে