সংক্ষিপ্ত

সম্ভলে শাহী জামা মসজিদের আশেপাশের অবৈধ দখল উচ্ছেদের সময় ৪৬ বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটি পুরনো শিব মন্দির আবিষ্কৃত হয়েছে। ১৯৭৮ সালে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে হিন্দুরা পালিয়ে যাওয়ায় মন্দিরটি বন্ধ ছিল।

সম্ভলে হিংসার ঘটনাস্থল শাহী জামা মসজিদের আশেপাশের এলাকা থেকে সরকার অবৈধ দখল উচ্ছেদ শুরু করেছে। এই সময় ৪৬ বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটি পুরনো শিব মন্দির কর্তৃপক্ষ আবিষ্কার করেছে। 

স্থানীয় প্রশাসন অবৈধ দখল এবং বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান চালায়। এই অভিযানের সময় মন্দিরটি আবিষ্কৃত হয়। সম্ভলের খাগ্গু সরে এলাকায় শিব মন্দিরটির সন্ধান পাওয়া গেছে এবং মন্দিরের দরজা আবার খুলে দেওয়া হয়েছে। এই মন্দিরটি বর্তমানে জীর্ণ অবস্থায় রয়েছে। ১৯৭৮ সালে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে হিন্দুরা পালিয়ে যায়। সেই সময় থেকে মন্দিরটি বন্ধ ছিল বলে জানা গেছে।

দাদরে ভাঙার হুকুম পাওয়া হনুমান মন্দির রক্ষা
মুম্বাই: মুম্বাইয়ের দাদর রেল স্টেশনের বাইরের হনুমান মন্দির ভাঙার জন্য কেন্দ্রীয় সরকার নোটিশ জারি করায় উদ্ধব ঠাকরে ক্ষমতাসীন দলকে তীব্র সমালোচনা করেছিলেন। এরপর বিজেপি জানিয়েছে, মন্দির ভাঙার নির্দেশ স্থগিত করা হয়েছে। 

এই বিষয়ে বিজেপি বিধায়ক মঙ্গল প্রভাত লোধা বলেন, ‘রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে কথা বলে মন্দির ভাঙার কাজ স্থগিত করা হয়েছে। দাদরের হনুমান মন্দির রক্ষা করা হবে।’

বাংলাদেশে মন্দির ভাঙচুর: ৪ জন গ্রেফতার 
ঢাকা: উত্তর বাংলাদেশের সুনামগঞ্জ জেলার লোকনাথ মন্দির সহ হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও সম্পত্তি ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নাম আলী হোসেন, সুলতান আহমেদ রাজু, ইমরান হোসেন এবং শাহজাহান হোসেন। এ পর্যন্ত ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৩ ডিসেম্বর আকাশ দাস নামে এক ব্যক্তির ফেসবুক পোস্ট ঘিরে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন আমেরিকার এক ভারতীয় বংশোদ্ভূত 
ওয়াশিংটন: 'বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনায় আমেরিকার সরকারের বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে' বলে মন্তব্য করেছেন আমেরিকার কংগ্রেস সদস্য, ভারতীয় বংশোদ্ভূত শ্রী ঠানেদার।