সংক্ষিপ্ত

নতুন বছর থেকে বদলে যাচ্ছে EPFO-র পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়ম। কর্মীদের সুবিধার্থে ATM থেকে টাকা তোলা, টাকা জমা দেওয়ার পরিমাণ বদল, নতুন আইটি সিস্টেম, ইক্যুইটিতে বিনিয়োগ এবং পেনশনের সুবিধা সহ নানা পরিবর্তন আনা হয়েছে।

নতুন বছর থেকে বদল হচ্ছে সরকারের একাধিক নিয়ম। দেশবাসীর সুবিধার্থে বিভিন্ন নিয়ম বদলেছে সরকার। যা লাগু হবে ২০২৫ সালের জানুয়ারি থেকে। এই তালিকায় আছে নেট ছাড়া ইউপিআই-র টাকা লেনদেনের সীমা পরিবর্তন, কৃষক ঋণের নিয়ম বদল এমনকী এলপিজি গ্যাসের দামের পরিবর্তন থেকে শুরু করে ব্যাঙ্ক খোলা বন্ধের সময় পরিবর্তন। তেমনই দেশ বাসীর সুবিধার্থে নতুন বছল এল প্যান ২.০। যা সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা করবে আপনাকে। এই সবের সঙ্গে নতুন বছর থেকে বদল হচ্ছে EPFO-র পাঁচ নিয়ম। কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে নিয়ম বদল করল সরকার। জেনে নিন কী কী।

EPFO-র নিয়ম বদল

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) সদস্যদের জন্য নতুন বছরে এল সুখবর। ২০২৫-এ EPFO-র পাঁচটি গুরুত্বপূর্ণ জিনিস পরিবর্তন হচ্ছে। আপনি যদি EPFO-র সদস্য হন তাহলে আজই তা জেনে নিন। শুধু টাকা তোলা নয়, সঙ্গে আরও কয়টি পরিবর্তন হচ্ছে নতুন বছরে।

ATM থেকে টাকা তুলতে পারবেন

মিডিয়া রিপোর্ট অনুসারে, EPFO ৩.০-র অধীনে করা সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি। আপনি শুধুমাত্র এটিএম থেকে আপনার পিএফ অ্যাকাউন্টে টাকা তুলতে পারবেন। আগামী বছরের জুন থেকে EPFO-র সদস্য কর্মীদের এটিএম থেকে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা দেওয়া হবে। এটাও বিশ্বাস করা হয় যে এই সুবিধা সাহায্যে আপনি এটিএম থেকে শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারবেন।

টাকা জমা দেওয়ার পরিমাণে বদল

কর্মীদের মূল উপার্জনের ১২ শতাংশ পিএফ কাটে। নতুন নিয়ম চালু হলে আপনি এর বেশি পরিমাণ টাকা পিএফ অ্যাকাউন্টে জমা দিতে পারেন। এই ১২ শতাংশ টাকার মধ্যে ৮.৬৭ শতাংশ ইপিএস এবং ৩.৩৩ শতাংশ পিএফ-এ জমা পরে। তাই এবার থেকে আপনি চাইলে বেশি টাকা জমাতে পারেন পিএফ-এ।

আইটি সিস্টেম

নতুন বছর থেকে বদল হচ্ছে আইটি সিস্টেম। এর ফলে কর্মচারীরা চাকরি পরিবর্তন করার সময় তাদের সদস্য আইডি স্থানান্তর করার প্রয়োজনীয়তা দূর হবে। পিএফ অ্যাকাউন্ট থেকে অর্থ দাবি করার ক্ষেত্রেও সমস্যা আর থাকবে না। এই নতুন আইটি সিস্টেম চালু হলে উপকৃত হবেন সকলে। এই ব্যবস্থা সকল কর্মীর মুখে হাসি ফুটিয়েছে।

ইক্যুইটিতে বিনিয়োগ

নতুন বছরে ইপিএফ সদস্যরা ইক্যুইটিতে বিনিয়োগের সুবিধা পাবেন। এই বিনিয়োগে কর্মীদের তহবিল বৃদ্ধি পাবে। তেমনই পিএফ অ্যাকাউন্ট থেকে ভবিষ্যতে অধিক টাকা তুলতে পারবেন। যা সকলের জন্য বেশ সুবিধার। এই ব্যবস্থা আপনার সম্পত্তি বৃদ্ধি করবে।

পেনশনের সুবিধা

এবার যে কোনও জায়গা থেকে পেনশন তুলতে পারবেন কর্মীরা। নির্দিষ্ট দিন ধরে পিএফ অ্যাকাউন্টে টাকা জমালে তার বিনিময়ে পেনশন পান সকল কর্মী। নতুন নিয়মে পেনশনভোগীরা দেশের যে কোনও ব্যাঙ্ক থেকে খুব সহজে পেনশন তুলতে পারবেন। এতে বয়স্ক ব্যক্তিরাও বিরাট উপকৃত হবেন।

এবার বদল হল এই পাঁচ নিয়ম। এই পাঁচ সুবিধা মিলবে আজ অর্থাৎ ১ জানুয়ারি থেকে। টাকা তুলতে আর হবে না সমস্যা। তেমনই টাকার পরিমাণ বৃদ্ধিও করতে পারবেন নিজের ইচ্ছাতে।