- Home
- India News
- 8th Pay Commission: বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতা নিয়ে বড় খবর! সব স্তরের কর্মীরা হবেন উপকৃত
8th Pay Commission: বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতা নিয়ে বড় খবর! সব স্তরের কর্মীরা হবেন উপকৃত
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি ও অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন খবর সামনে এসেছে। সরকার কর্মীদের ডিএ মূল বেতনের সঙ্গে মেশানোর পরিকল্প? এর ফলে প্রায় ৫০ লক্ষ কর্মী ও ৬৫ লক্ষ অবসরপ্রপ্ত কর্মীরা উপকৃত হবেন।

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। তাই একসঙ্গে অনেকটা বেতন বাড়বে।
সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্য করতে এবং মুদ্রাস্ফীতির কারণে প্রকৃত মূল্যের ক্ষয় থেকে তাদের মূল বেতন/পেনশন রক্ষা করার জন্য মহার্ঘ ভাতা/মহার্ঘ ভাতা প্রদান করা হয়।
এখনও বাড়েনি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা। তবে কেন্দ্রীয় সরকার ডিএ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।
তবে সরকারি কর্মীদের জন্য রয়েছে সুখবর। তবে অষ্টম বেতন কমিশন নিয়ে রয়েছে বড় খবর।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। তাই একসঙ্গে অনেকটা বেতন বাড়বে।
কেন্দ্রীয় সরকারের প্রায় ৫০ লক্ষ কর্মী ও ৬৫ লক্ষ অবসরপ্রপ্ত কর্মীদের সুবিধে হবে।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অন্যতম দাবি হল তাদের মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা মিলিয়ে দেওয়া।
সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্য করতে এবং মুদ্রাস্ফীতির কারণে প্রকৃত মূল্যের ক্ষয় থেকে তাদের মূল বেতন/পেনশন রক্ষা করার জন্য মহার্ঘ ভাতা/মহার্ঘ ভাতা প্রদান করা হয়।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পান।
এবার সরকারি কর্মীদের দাবী মহার্ঘ ভাতা (ডিআর)কে অন্তর্বর্তীকালীন ত্রাণ হিসেবে মূল বেতন/পেনশনের সঙ্গে মিলিয়ে দেওয়া।
যদিও অর্থমন্ত্রক দাবি করেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ কে মূল বেতনের সঙ্গে মিলিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই।
সরকার এখনও আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন গঠন করেনি। সুপারিশ করেছে। এপ্রিলের মধ্যে গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও আশা করেছে সরকার।
অষ্টম বেতন কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার শর্তাবলী এবং সময়সীমা "যথাযথভাবে" নির্ধারণ করা হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রম ব্যুরো কর্তৃক প্রকাশিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AICPI-IW) এর ভিত্তিতে প্রতি ছয় মাস অন্তর ডিএ/ডিআরের মূল হার পর্যায়ক্রমে সংশোধন করা হয়।
৮ম সিপিসি রিপোর্টের আগে সরকার ৫০% ডিএ/ডিআরকে মূল বেতন/পেনশনের সঙ্গে এক করার কথা বিবেচনা করছে কিনা। রাজ্যসভায় এই প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, এমন কোনও প্রস্তাব বিবেচনাধীনে নেই অর্থমন্ত্রকের।

