- Home
- India News
- 8th Pay Commission: খারাপ খবর কেন্দ্রীয় কর্মীদের জন্য, নতুন বেতন কমিশনে ১৩ শতাংশের কম বাড়বে বেতন?
8th Pay Commission: খারাপ খবর কেন্দ্রীয় কর্মীদের জন্য, নতুন বেতন কমিশনে ১৩ শতাংশের কম বাড়বে বেতন?
কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে নতুন তথ্য প্রকাশ। ১৩ শতাংশের কম বৃদ্ধি পেতে পারে বেতন। ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮ হলে, ১৮ হাজার টাকা বেতন ৩২ হাজার টাকায় বৃদ্ধি পাবে।

ফের প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। এবার খারাপ খবর কেন্দ্রীয় কর্মীদের জন্য। নতুন বেতন কমিশন নিয়ে মিলল নয়া তথ্য।
শোনা যাচ্ছে, এবার ১৩ শতাংশেরও কম বাড়বে বেতন। এমনই দাবি করা হয়েছে বহু মানুষ।
মূলত ফিটমেন্ট ফ্যাক্টের ওপর নির্ভর করে বাড়ে বেতন। এতদিন শোনা যাচ্ছিল ২.৫৭ সূচকের ওপর ভিত্তি করে বাড়বে বেতন। যদি তা বাস্তবায়িত হয় তাহলে মোটা টাকা আয় বাড়বে কর্মীদের।
তবে, এখন আবার শোনা যাচ্ছে ১.৮ নির্ধারণ সূচকের ওপর নির্ভর করে বাড়বে বেতন।
ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮ হলে যাদের বেতম ১৮ হাজার তা বেড়ে হবে ৩২ হাজার। এমনই আশা করছেন সকলে।
তবে, বর্তমানে দ্বিগুণের বেশি বেতন বৃদ্ধির দাবি করেছেন বিভিন্ন সংগঠন। এখন দেখার বাস্তবে কত শতাংশ বেতন বাড়ে।
এদিকে আবার চলতি জুলাই থেকেই বাড়বে ডিএ। এমনই খবর সর্বত্র। সম্ভব ৪ শতাংশ ডিএ বাড়তে চলেছে কর্মীদের।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন বেতন কমিশন। এর দ্বারা উপকৃত হবেন ১ লক্ষাধিক কর্মচারী ও পেনশনভোগীরা।
এদিকে আবার শোনা যাচ্ছে এখনই গঠিন হয়নি নতুন বেতন কমিশনের প্যানেল। তাদের দেওয়া রিপোর্টের ওপর ভিত্তি করে বাড়বে বেতন।
ফলে সকলের অনুমান, সম্ভবত নতুন বেতন কমিশনের সুবিধা পেতে জানুয়ারি নয়, আরও অধিক সময় লাগবে কর্মীদের।

