কবে থেকে মিলবে বাড়তি বেতন ও পেনশন? অষ্টম পে কমিশন নিয়ে নয়া আপডেট
- FB
- TW
- Linkdin
সদ্য মোদী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অষ্টম পে কমিশন গঠনের কথা। ২০২৬ সাল থেকে কার্যকর হবে এই নয়া পে কমিশন।
যার ফলে মাইনে বাড়বে অনেকটা। সঙ্গে বাড়বে পেনশনও। উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীরা।
অষ্টম পে কমিশন গঠনের ফলে উপকৃত হবেন ৪৬.৬৭ লক্ষ সরকারি কর্মচারী ও ৬৭.৯৫ লক্ষ পেনশনভোগী।
বিভিন্ন রিপোর্ট দাবি করছে অষ্টম পে কমিশন গঠনের ফলে সরকারি কর্মীদেন ন্যূনতম বেতন হবে ৫১,২০০ এবং পেনশন হবে ২৫ হাজার টাকা।
এখন প্রশ্ন হল অষ্টম পে কমিশন গঠনের প্রভাব পড়বে কবে থেকে? কবে থেমে মিলবে বাড়তি বেতন।
সপ্তম পে কমিশন মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত। ফলে, ২০২৬-র ১ জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন লাগু হবে।
কিন্তু, অষ্টম পে কমিশন গঠনের ফলে যে বেতন বাড়বে তা পেতে পেতে আরও কয়েক মাস লাগবে বলে শোনা যাচ্ছে।
অষ্টম পে কমিশন ২০২৬ সালে রিপোর্ট জমা দেবে। এরপর রিপোর্ট অনুমোদন পেলে তা পিএসইউ এবং সরকারে সঙ্গে আলোচনা হবে। তারপর কার্যকর হবে।
অর্থাৎ বাড়তি বেতন পেতে হতে পারে ২০২৬ সালের মার্চ- এপ্রিল। আবার সরকারি কর্মীদের কপাল ভালো থাকলে তা আগেও পেতে পারে।
প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় পে কমিশন। শেষ ২০১৭ সালে সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল।