বাড়ানো হবে না বেতন! নতুন বছরের আগেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের জোর ধাক্কা দিল সরকার
| Published : Dec 04 2024, 02:32 PM IST
বাড়ানো হবে না বেতন! নতুন বছরের আগেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের জোর ধাক্কা দিল সরকার
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছে সরকার।
210
৩% বাড়ানোর পর বর্তমানে ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা।
310
এবার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে সামনে আসছে বড় আপডেট।
410
নয়া পে কমিশন কবে গঠিত হবে সেই নিয়ে বিগত কিছু সময় ধরে আলোচনা চলছে।
510
তবে সরকারের (Central Government) তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
610
মঙ্গলবার এই নিয়ে সরকার নিজের অবস্থান স্পষ্ট করে দিল।
710
স্পষ্ট জানানো হয়েছে, আপাতত অষ্টম বেতন কমিশন তৈরির কোনও প্রস্তাব নিয়ে সরকার বিবেচনা করছে না।
810
নয়া বেতন কমিশন গঠন হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) ভালো লাভ হবে।
910
মূল বেতন, মহার্ঘ ভাতা একধাক্কায় অনেকখানি বৃদ্ধি পাবে বলে অনুমান।
1010
তবে এবার কেন্দ্র স্পষ্ট জানাল, এই সংক্রান্ত কোনও প্রস্তাব আপাতত সরকারের বিবেচনায় নেই।