বাড়ানো হবে না বেতন! নতুন বছরের আগেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের জোর ধাক্কা দিল সরকার
বাড়বে না বেতন। একধাক্কায় খারাপ খবরে মাথা ঘুরে গেল সরকারি কর্মী ও পেনশনভোগীদের। নতুন বছর এখনও শুরু হয়নি। তার আগেই দুসংবাদ শোনাল মোদী সরকার।
110

Image Credit : Getty
উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছে সরকার।
210
Image Credit : stockPhoto
৩% বাড়ানোর পর বর্তমানে ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা।
310
Image Credit : Asianet News
এবার অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে সামনে আসছে বড় আপডেট।
410
Image Credit : facebook
নয়া পে কমিশন কবে গঠিত হবে সেই নিয়ে বিগত কিছু সময় ধরে আলোচনা চলছে।
510
Image Credit : stockPhoto
তবে সরকারের (Central Government) তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
610
Image Credit : stockPhoto
মঙ্গলবার এই নিয়ে সরকার নিজের অবস্থান স্পষ্ট করে দিল।
710
Image Credit : stockPhoto
স্পষ্ট জানানো হয়েছে, আপাতত অষ্টম বেতন কমিশন তৈরির কোনও প্রস্তাব নিয়ে সরকার বিবেচনা করছে না।
810
Image Credit : Asianet News
নয়া বেতন কমিশন গঠন হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) ভালো লাভ হবে।
910
Image Credit : facebook
মূল বেতন, মহার্ঘ ভাতা একধাক্কায় অনেকখানি বৃদ্ধি পাবে বলে অনুমান।
1010
Image Credit : our own
তবে এবার কেন্দ্র স্পষ্ট জানাল, এই সংক্রান্ত কোনও প্রস্তাব আপাতত সরকারের বিবেচনায় নেই।
Latest Videos