Viral Video: অদ্ভুত কায়দায় সারা শরীরে লুকোনো মদের বোতল! চক্ষু চড়কগাছ নেটিজেনদের

তাকে হয়ত বিশ্বের শ্রেষ্ঠ পাচারকারীর তকমা দেওয়া উচিত, তেমনই বলছেন নেটিজেনরা। প্রায় ৫০টিরও ছোট ছোট ব্র্যান্ডেড মদের বোতল মিলল ওই পাচারকারীর কাছ থেকে।

/ Updated: Dec 18 2023, 05:43 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তাকে হয়ত বিশ্বের শ্রেষ্ঠ পাচারকারীর তকমা দেওয়া উচিত, তেমনই বলছেন নেটিজেনরা। বিএসএফের হাতে ধরা পড়ল মদের বোতল পাচারকারী। তার পরনে ছিল অজস্র পকেট সমেত তিনটে কোট। সেই কোটগুলো থেকে বেরোতে থাকল একের পর এক মদের বোতল। প্রায় ৫০টিরও ছোট ছোট ব্র্যান্ডেড মদের বোতল মিলল ওই পাচারকারীর কাছ থেকে। এতগুলো বোতল রাখার কায়দা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।