Viral Video: গোটা শহর যখন ঘুমিয়ে, তখন এদের ঠোঁটে ঠোঁট রাখার প্রেম জেগেছে!

গোটা শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, গাড়ির প্যানোরামিক সান রুফ খুলে তখন এক যুগল শহরে খানিকটা প্রেম ছড়িয়ে দিলেন। হাওয়ায় ওড়া চুল সরিয়ে একে অপরের ঠোঁটে ডুবে গেলেন দু'জনে।

/ Updated: Oct 16 2023, 07:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পিচকালো রাতে মিশকালো রাস্তাকে চিরে দিয়ে গাঢ় ছাইরঙা একটি গাড়ি ছুটে চলেছে। গোটা শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, গাড়ির প্যানোরামিক সান রুফ খুলে তখন এক যুগল শহরে খানিকটা প্রেম ছড়িয়ে দিলেন। হাওয়ায় ওড়া চুল সরিয়ে একে অপরের ঠোঁটে ডুবে গেলেন দু'জনে। খানিকটা প্রেম চলকে পড়ল রাস্তাতেও। পিছনে ছুটে চলা একটি গাড়ি থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হল। যুদ্ধ-বিধ্বস্ত বিশ্বে এমন নিখাদ প্রেমের ছবি আজকাল তো বিরল। দেখুন ভাইরাল ভিডিও।