Ayodhya Ram Mandir: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দিনগুলি ফিরে দেখা অভিষেক অনুষ্ঠানের আগে

অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণকাজের নেতৃত্ব দিচ্ছেন শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র। 

/ Updated: Jan 08 2024, 11:45 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অযোধ্যায় রাম মন্দির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এই অবস্থাতেই চলুন ফিরে দেখি নির্মাণকাজের দিনগুলি। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে তৈরি করা হয়েছে অযোধ্যার রাম মন্দির। এই অসাধারণ মন্দির, অতুলনীয় কারুশিল্প এবং প্রকৌশলের একটি প্রমাণ, ভারত এবং বিশ্বের লক্ষ লক্ষ উপাসকদের জন্য তার দরজা খোলার দ্বারপ্রান্তে রয়েছে৷ ২.৭ একর জমিতে বর্তমানে নির্মাণকাজ চলছে। নির্মাণকাজের নেতৃত্ব দিচ্ছেন শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র। এশিয়ানেট নিউজ নেটওয়ার্কের রাজেশ কালরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে  সবখুটিনাটি ভাগ করে নিয়েছেন তিনি। ২০২২ সালে এপ্রিলেও রাজেশ কালরা অযোধ্যা রামমন্দিরে গিয়েছিলেন। সেই সময় তাঁর সঙ্গে কথা বলেছিলেন নৃপেন্দ্র মিশ্র। ২০২৩ সালের সেপ্টেম্বরেও  নির্মাণেকাজের অগ্রগতি নিয়ে সব তথ্য তুলে ধরা হয়েছিল এশিয়ানেট নিউজ বাংলায়।