সংক্ষিপ্ত

এবারের বর্ষার শুরুতেই দেশের বিভিন্ন শহরে ভারী বৃষ্টি হচ্ছে। মহারাষ্ট্রেও বৃষ্টি, ঝোড়ো বাতাস দেখা যাচ্ছে। এর ফলে বিভিন্ন জায়গায় জল জমে যাচ্ছে।

রাস্তায় জল জমে রয়েছে। তার মধ্যে দিয়ে ছুটে চলেছে গাড়ি, বাইক। এরই মধ্যে উল্টোদিক থেকে ম্যাটে শুয়ে জলের তোড়ে ভেসে আসছেন এক ব্যক্তি। তিনি ম্যাটের উপর এমনভাবে আরামে শুয়ে আছেন যেন বাড়ির বিছানাতেই আছেন। সামনে থেকে আসা স্কুটার, বাইক যাতে তাঁকে ধাক্কা না মেরে বসে, এর জন্য তিনি চিৎকার করে সরে যেতে বলছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। পুণের এই যুবকের এহেন কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা পেয়েছেন। পুণেতে ভারী বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যাওয়ার পরেই এই যুবক ম্যাট নিয়ে বেরিয়ে পড়েন বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্রে এসে গিয়েছে বর্ষা

মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার মহারাষ্ট্রে পৌঁছে গিয়েছে দক্ষিণ-পশ্চিমী বর্ষা। ভারী বৃষ্টির ফলে স্বস্তি পেয়েছেন এই রাজ্যের বাসিন্দারা। দীর্ঘায়িত গ্রীষ্মে মহারাষ্ট্রের বেশিরভাগ অঞ্চলেই প্রবল গরমে সমস্যায় পড়তে হয়েছিল মানুষজনকে। জলের অভাবও প্রবল হয়ে দেখা দিয়েছিল। ফলে বর্ষা প্রবেশ করায় এবার সমস্যা দূর হবে বলে আশায় মানুষ। আবহাওয়া বিজ্ঞানী সুনীল কাম্বলি জানিয়েছেন, দক্ষিণ কোঙ্কনের সিন্ধুদুর্গ জেলা এবং পশ্চিম মহারাষ্ট্রের সাঙ্গিল ও কোলাপুরে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিমী বর্ষা। কিছুদিনের মধ্যেই মহারাষ্ট্রের অন্য অঞ্চলগুলিতেও বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। ফলে জলের ঘাটতি পূরণ হতে পারে।

 

 

বর্ষায় জল জমা সারা দেশেরই সমস্যা

কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরেই ভারী বৃষ্টি হলে জল জমে যায়। এর ফলে বহু মানুষকে সমস্যায় পড়তে হয়। জলমগ্ন রাস্তায় গাড়ি চালাতে সমস্যা হয়। এমনকী, হাঁটাচলার সমস্যাও হয়। কিন্তু পুণের এই যুবক জলমগ্ন রাস্তার সুযোগ নিয়ে মজা করলেন। তাঁর এই কাণ্ড দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নানা মন্তব্য করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মুরগির ভেবে সাপের ডিম খাচ্ছেন না কি? ভাইরাল ভিডিও দেখলে গা ঘিন ঘিন করবে আপনার!

এ কী কাণ্ড! ইন্টারভিউ দিতে গিয়ে নাচতে হল তরুনীকে, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সমাজ মাধ্যম

Rohit Sharma: নিউ ইয়র্কে বৃষ্টি, গাড়ি ডেকে দেওয়ার কেউ নেই, কী করলেন রোহিতরা? ভাইরাল ভিডিও