সংক্ষিপ্ত

কেন্দ্রীয় বাজেটে এই রাজ্যকে দেওয়া হল বিশেষ আর্থিক প্যাকেজ! বাংলার কথাও উল্লেখ করলেন সীতারমন?

ইতিমধ্যেই শুরু হয়েছে কেন্দ্রীয় বাজেট। এই বাজেটে নির্মলা সীতারমণের ভাষণে বাংলার উল্লেখ। পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা, অন্ধ্রপ্রদেশের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে।

বাজেট বক্তৃতায় নির্মলা সীতারামন জানান বিনামূল্যে রেশন ব্যবস্থা ৫ বছর অব্যাহত থাকবে। এ বছর কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য ১.৫২ লক্ষ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। সরকার কর্মসংস্থানের জন্য ৩টি বড় প্রকল্পে কাজ করবে। বিহারে ৩টি এক্সপ্রেসওয়ের ঘোষণা করা হয়েছে বাজেটে। বোধগয়া-বৈশালী এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে। - পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ। বক্সারের গঙ্গা নদীর উপর দুই লেনের সেতু তৈরির কথা বলা হয়েছে। বিহারে এক্সপ্রেসওয়ের জন্য ২৬ হাজার কোটি টাকার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শিক্ষার্থীদের জন্য ৭.৫ লাখ টাকার স্কিল মডেল ঋণ দেওয়া হবে।

এ ছাড়া অন্ধ্রপ্রদেশতে ৫০ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়ার কথা বলা হয়েছে। এদিন অর্থমন্ত্রী বলেন,

'অন্ধ্রপ্রদেশকে ৫০ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হবে। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠনের আওতায় পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ হবে।'

এ ছাড়াও কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে এই বাজেটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার বাজেট বক্তৃতায় বলেছেন যে 'সরকার আগামী পাঁচ বছরে শীর্ষ ৫০০ কোম্পানিতে এক কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেবে। এই ইন্টার্নশিপ হবে ১২ মাসের জন্য। এতে তরুণরা ব্যবসার বাস্তব পরিবেশ জানতে এবং বিভিন্ন পেশার চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। এর আওতায় যুবকদের প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতাও দেওয়া হবে। শুধু তাই নয়, সাহায্য হিসেবে তাদের দেওয়া হবে ছয় হাজার টাকা। "কোম্পানিগুলিকে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রশিক্ষণের খরচ এবং ইন্টার্নশিপ খরচের ১০ শতাংশ বহন করতে হবে।"