গুয়াহাটির নারাঙ্গি মিলেটারি স্টেশনে মানুষ আর হাতির এক অদ্ভূত সহাবস্থান, দেখুন মন ভাল করা ভিডিও
অসমের গুয়াহাটির নারাঙ্গি মিলেটারি স্টেশনে প্রায়ই ঢুকে পড়ে হাতির পাল । স্থানীয়দের কাছে হাতির পরিচয় অবশ্য মহারাজ, কেউ কারও ক্ষতি করে না
মানুষ আর হাতির এক অদ্ভূত সহাবস্থান, দেখলে মন ভাল হতে বাধ্য | ঘটনাস্থল অসমের গুয়াহাটির নারাঙ্গি মিলেটারি স্টেশন, প্রায়ই ঢুকে পড়ে হাতির পাল, স্থানীয়দের কাছে হাতির পরিচয় অবশ্য মহারাজ | সেনা বাহিনী, বনবিভাগ আর গবেষকদের বন্ধুর মতই | কেউ কারও ক্ষতি করে না | সেনা আধিকারিক জানালেন দীর্ঘদিন ধরেই এলাকা হাতির করিডর, তাই প্রায় নিত্যদিনই চেনা পথে যাতায়াত |