হায়দ্রাবাদ : কিশোরীর এমন কাণ্ডে হতভম্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন ভিডিও

'বেটা, তুমি এখনি নিচে নেমে এসো। বেটা, তোমার চোট লাগতে পারে।' এক কিশোরীর কাণ্ডে হতভম্ব প্রধানমন্ত্রী মোদী। কিশোরীকে বারবার নিচে নামার অনুরোধ করছেন প্রধানমন্ত্রী। কিন্তু নাছোড়বান্দা কিশোরী কিছুতেই শুনলেন না মোদীর অনুরোধ।

Share this Video

'বেটা, তুমি এখনি নিচে নেমে এসো। বেটা, তোমার চোট লাগতে পারে।' এক কিশোরীর কাণ্ডে হতভম্ব প্রধানমন্ত্রী মোদী। কিশোরীকে বারবার নিচে নামার অনুরোধ করছেন প্রধানমন্ত্রী। কিন্তু নাছোড়বান্দা কিশোরী কিছুতেই শুনলেন না মোদীর অনুরোধ। চড়ে বসল হ্যালোজেন লাইটের পোস্টে। এই ঘটনার ভিডিও এখন সমাজ মাধ্যমে ভাইরাল। ঘটনাস্থল হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে। ঘটনাটি ঘটেছে গত ১১ নভেম্বর। মাদিগা সম্প্রদায়ের জনসভায় ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীকে দেখার জন্য সেদিন উপচে পড়েছিল ভিড়। এক কিশোরী মোদীকে দেখার জন্য উঁচু পোস্টে উঠে পড়েছিল। প্রধানমন্ত্রীকে পরিষ্কারভাবে দেখার জন্যই এই কাণ্ড কিশোরীর। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে পোস্ট থেকে নেমে পড়েন কিশোরী। এমন ঘটনায় সকলেই হতভম্ব হয়ে যান।

Related Video