সংক্ষিপ্ত
- দিল্লিতে একপেশে জয়ের পথে আপ
- ভোট গণনার প্রথম এক ঘণ্টায় অনেকটাই এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল- এর দল
- এবারের নির্বাচনেও ধরাশায়ী কংগ্রেস
এক্সিট পোল-এর ফলই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে দিল্লিতে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরা এক রকম নিশ্চিত অরবিন্দ কেজরিওয়াল-এর। ভোট গণনা শুরু হওয়ার পর দিল্লিতে প্রথম এক ঘণ্টায় যা ট্রেন্ড, তাতে মোদী- শাহ জুটির দিল্লি জয়ের স্বপ্ন এবারও অধরাই থাকছে। সকাল ন' টায় পাওয়া তথ্য অনুযায়ী, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় অন্তত ৫৩টি আসনে এগিয়ে রয়েছে আপ। ১৬টি আসনে এগিয়ে বিজেপি। ১টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।দিল্লিতে কংগ্রেস এখন কতটা অপ্রাসঙ্গিক, এবারের নির্বাচন তা হয়তো আরও একবার প্রমাণ করে দিল। নয়াদিল্লি কেন্দ্রে থেকে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়াল নিজে।
এমন ফলের জন্য অবশ্য প্রস্তুতই ছিল গেরুয়া শিবির। প্রায় সমস্ত এক্সিট পোল-এই আপ-এর একপেশে জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল। তার পরেও বিজেপি নেতারা মুখরক্ষা করতে দাবি করেছিলেন, এক্সিট পোল-এর ফল মিলবে না। কিন্তু দেওয়াল লিখনটা তাঁরা ভাল ভাবেই বুঝে গিয়েছিলেন। ইভিএম খুলতেই তাঁদের সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল।