এরো ইন্ডিয়া শো ২০২৩ জেট স্যুটে উড়বে ভারতীয় সেনা জওয়ানরা, দেখুন ভিডিও

এরো ইন্ডিয়া শো ২০২৩-এ দেখা মিলল জেট স্যুট-এর | ৪৮টি জেট স্যুটে-এর পরীক্ষামূলক ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে জওয়ানদের জন্য | ইতিমধ্যেই বহু সংস্থা এই জেট স্যুট তৈরির বরাত পেতে আগ্রহী

/ Updated: Feb 14 2023, 09:19 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভারতীয় সেনাবাহিনীতে এবার আসছে কি উড়ন্ত সেনা, এরো ইন্ডিয়া শো ২০২৩-এ দেখা মিলল জেট স্যুট-এর | জওয়ানদের জন্য জেট স্যুটে রিকোয়েস্ট ফর প্রোপোজাল , রিকোয়েস্ট অফ প্রোপোজাল বের করেছে সেনাবাহিনী | ৪৮টি জেট স্যুটে-এর পরীক্ষামূলক ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে | ইতিমধ্যেই বহু সংস্থা এই জেট স্যুট তৈরির বরাত পেতে আগ্রহী | এরো ইন্ডিয়া ২০২৩-এ এমন একই সংস্থার মুখোমুখি এশিয়ানেট নিউজ | এই সংস্থার নাম অ্যাবসোলিউট কম্পোজিট, যার ম্যানেজিং ডিরেক্টর রাঘব রেড্ডি । রাঘবের সঙ্গে কথা বলেছেন নিউজেবল এর এডিটর বিপিন বিজয়ন | জেট স্যুটের কর্মক্ষমতা নিয়ে কথা বললেন রাঘব |