Air India Crash Update : 'এক সেকেন্ডেই সব শেষ' দুর্ঘটনা দেখে দু'দিন পরেও বাকরুদ্ধ প্রত্যক্ষদর্শীরা

Air India Crash Update : এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রইল আহমেদাবাদ। এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে শহরের উপকণ্ঠে। দুর্ঘটনার জেরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য, আতঙ্ক আর শোক।

Share this Video

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কেউ ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। চোখের সামনে আকাশ থেকে ধেয়ে এসে পড়ে আগুন জ্বলতে থাকা একটি বিমান। মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া, আগুন আর আর্তনাদের শব্দ। স্থানীয় বাসিন্দা বলেন, "বিমানটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই একটা বিস্ফোরণ হয়। আগুনের শিখা এতটাই উঁচু ছিল যে মনে হচ্ছিল আকাশেই যেন জ্বলছে সব কিছু।" দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও দমকল। রাতভর চলে উদ্ধার কাজ। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

সারাদেশে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। বিমান দুর্ঘটনার পর এই মর্মান্তিক চিত্র প্রত্যক্ষ করে যাঁরা জীবিত ফিরেছেন, তাঁরা বলছেন—"একটা সেকেন্ডেই সব বদলে গেল। জীবন কতটা অস্থায়ী, তা আমরা আজ বুঝলাম।"

Related Video