Bangladeshis eviction in Gujarat : ৫০ টি জেসিবি, ২০০০ পুলিশ! গুজারাটে অবৈধ বাংলাদেশী সাফাই অভিযান

Bangladeshis eviction in Gujarat : প্রশাসনের দাবি, এই এলাকায় বহু অবৈধ বাংলাদেশি অভিবাসী বছরের পর বছর ধরে বসবাস করে আসছিলেন। উচ্ছেদ অভিযানে ব্যাপক সংখ্যক অস্থায়ী ঘরবাড়ি ও ঝুপড়ি ভেঙে ফেলা হয়। উপস্থিত ছিল পুলিশের বিপুল বাহিনী এবং সুরক্ষা বাহিনীও।

Share this Video

Bangladeshis eviction in Gujarat : জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর কেন্দ্র সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে এবং বেআইনি অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছে। সেই প্রেক্ষিতে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (AMC) আজ চন্দোলা হ্রদ সংলগ্ন এলাকায় অবস্থিত একটি বড় অবৈধ বসতি উচ্ছেদ করে। প্রশাসনের দাবি, এই এলাকায় বহু অবৈধ বাংলাদেশি অভিবাসী বছরের পর বছর ধরে বসবাস করে আসছিলেন। উচ্ছেদ অভিযানে ব্যাপক সংখ্যক অস্থায়ী ঘরবাড়ি ও ঝুপড়ি ভেঙে ফেলা হয়। উপস্থিত ছিল পুলিশের বিপুল বাহিনী এবং সুরক্ষা বাহিনীও। এই পদক্ষেপের মাধ্যমে প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে যে, দেশের নিরাপত্তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিঘ্নিত করার আশঙ্কা তৈরি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। পহেলগাঁও হামলার পর সারা দেশে এই ধরনের উচ্ছেদ এবং জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং বেআইনি অভিবাসন রোধে কোনও আপস করা হবে না।

Related Video