Ahmedabad Plane Crash Update : 'DNA টেস্ট হচ্ছে তো হচ্ছেই...'ক্ষোভ পরিজনদের...কী বললেন ডাক্তার? দেখুন

Ahmedabad Plane Crash Update : আহমেদাবাদ মর্মান্তিক বিমান দুর্ঘটনার দু’দিন কেটে গেলেও এখনও মৃতদেহ পরিবারের হাতে না আসায় ক্ষোভে ফেটে পড়লেন পরিজনেরা। ডিএনএ পরীক্ষায় বিলম্ব হওয়ায় মৃতদেহ হস্তান্তর করা যাচ্ছে না, এমনটাই যুক্তি চিকিৎসকের।

Share this Video

Ahmedabad Plane Crash Update : শনিবার সকালে শহরের সরকারি হাসপাতালের সামনে জড়ো হন একাধিক মৃতযাত্রীর আত্মীয়-পরিজন। তাঁদের দাবি, অবিলম্বে ডিএনএ পরীক্ষার কাজ শেষ করে মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দিতে হবে, যাতে তাঁরা শেষকৃত্য সম্পন্ন করতে পারেন।

একজন প্রতিবাদী পরিজনের কথায়, "আমরা জানি আমাদের প্রিয়জন আর নেই। কিন্তু অন্তত শেষবারের মতো মুখটা দেখতেও যদি না পারি, তাহলে সেটা মেনে নেওয়া অসম্ভব।"

এদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, কিছু দেহ এতটাই ঝলসে গিয়েছে যে দৃষ্টিগতভাবে শনাক্ত করা সম্ভব নয়। তাই ডিএনএ রিপোর্টের ভিত্তিতেই দেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব প্রক্রিয়া শেষ করার।

এই দেরিতে শোকের সঙ্গে ক্ষোভও জড়িয়ে যাচ্ছে পরিবারগুলির মধ্যে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা শুধু প্রিয়জন হারানোর যন্ত্রণা নয়, শেষ বিদায়টুকু দিতে না পারার হতাশাও তৈরি করেছে শোকসন্তপ্ত পরিবারগুলির মনে।

Related Video