দু'দিন পরেও আতঙ্কিত প্রত্যক্ষদর্শীরা AIR INDIA FLIGHT CRASH-এর স্মৃতি!

Share this Video

AIR INDIA FLIGHT CRASH : এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রইল আহমেদাবাদ। এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে শহরের উপকণ্ঠে। বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য, আতঙ্ক আর শোক। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কেউ ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে। চোখের সামনে আকাশ থেকে ধেয়ে এসে পড়ে আগুন জ্বলতে থাকা একটি বিমান। মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া, আগুন আর আর্তনাদের শব্দ।

Related Video