Pilot Died: পাইলটদের অত্যধিক পরিশ্রম, ঘুমের অভাব নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। এবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের সঙ্গে যা হল, তাতে এ বিষয়ে আলোচনা জোরদার হয়ে উঠেছে।
Air India Express Pilot Died: হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সংস্থার এক পাইলটের মৃত্যু হল। বুধবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। শ্রীনগর বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ানের অবতরণ করেন এই পাইলট। এরপরেই তিনি জানান, অসুস্থ বোধ করছেন। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। এই পাইলট সদ্য বিয়ে করেছিলেন বলে জানা গিয়েছে। তিনি আগে থাকতেই অসুস্থ ছিলেন না হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে সহকর্মীরা জানিয়েছেন, আরমান নামে এই পাইলট ককপিটেই বমি করে ফেলেন। এরপর তাঁকে বিমানবন্দরে ডিসপ্যাচ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর আর তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শোকপ্রকাশ
পাইলটের মৃত্যুতে শোকপ্রকাশ করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র বলেছেন, ‘স্বাস্থ্যের কারণে আমাদের এক মূল্যবান সহকর্মীকে হারাতে হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা এই শোকের সময় তাঁর পরিবারের পাশে আছি। আমরা সবাই তাঁকে হারিয়ে শোকগ্রস্ত। এই সময় তাঁর পরিবারকে সবরকমভাবে সাহায্য করা হচ্ছে। সবার কাছে আমাদের আবেদন, এই সময় তাঁর পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। এ বিষয়ে অযথা কোনও জল্পনা-কল্পনা না করাই ভালো। আমরা যাবতীয় প্রক্রিয়া মেনে চলছি এবং তাঁর পরিবারকে সাহায্য করছি।’
পাইলটদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
পাইলটদের স্বাস্থ্য যাতে ভালো থাকে, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Director General of Civil Aviation)। এ বছরের ফেব্রুয়ারিতে দিল্লি হাইকোর্টে লিখিতভাবে জানানো হয়, পাইলটদের ক্লান্তি দূর করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাইলটরা কখন এবং কতক্ষণ কাজ করবেন, তা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। এ বছরের ১ জুলাই থেকে প্রতি সপ্তাহে পাইলটদের বিশ্রামের সময় ৩৬ ঘণ্টা থেকে বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হচ্ছে। ১ নভেম্বর থেকে রাতের উড়ানে পাইলটদের কাজের সময় কমিয়ে দেওয়া হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


