সংক্ষিপ্ত

দীর্ঘ ৬৯ বছরের অপেক্ষার অবসানের পর ভারত সরকারের তরফে এয়ার ইন্ডিয়ার মালিকানা তুলে দেওয়া হয়েছে টাটা গোষ্ঠার হাতে। নাম ঘোষণা করা হল এয়ার ইন্ডিয়ার নতুন সিইও-এর। টার্কিশ এয়ারলাইন্সের প্রাক্তন চেয়ারপার্সন ইলকার আইসি-কে নতুন সিইও এবং ম্যানেজিং ডিরেক্টরের পদে বসাল টাটা সন্স। 

ঐতিহাসিক সাফল্য (Historical Milestone) এসেছে টাটার ঝুলিতে। বিগত কয়েক দশক পর টাটার (Tata Group) হাত ধরে লেখা হয়েছে সাফল্যের আরেক নতুন কাহিনি। এয়ার  ইন্ডিয়া কোম্পানির (Air India) মালিকানা কিনে নিয়েছে টাটা গোষ্ঠী। দীর্ঘ ৬৯ বছরের অপেক্ষার অবসানের পর (After 69 Years) ভারত সরকারের তরফে এয়ার ইন্ডিয়ার মালিকানা তুলে দেওয়া হয়েছে টাটা গোষ্ঠার হাতে। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানান হয়েছিল এবার থেকে টাটা গ্রুপের অধীনেই  আকাশ পথে পাড়ি দেবে এয়ার ইন্ডিয়া। টাটা গ্রুপের হাতে এয়ার ইন্ডিয়ার মালিকানা আসার পর আরও একটি নতুন ঘোষণা করা হল। নাম ঘোষণা করা হল এয়ার ইন্ডিয়ার নতুন সিইও-এর। টার্কিশ এয়ারলাইন্সের প্রাক্তন চেয়ারপার্সন ইলকার আইসি-কে নতুন সিইও এবং ম্যানেজিং ডিরেক্টরের পদে বসাল টাটা সন্স। 

টাটা সন্সের চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন এন চন্দ্রশেখরন। তিনি বলেন, ইলকার উড়ান শিল্পে নেতৃস্থানীয়। তাঁর নেতৃত্বেই টার্কিশ এয়ারলাইন্সের সাফল্য এসেছে। তাই ৬৯ বছর পর ফিরে পাওয়া এয়ার ইন্ডিয়াকে সাফল্যের শিখরে পৌঁছাতে তাঁকে স্বাগত জানিয়েছে টাটা সন্স। এয়ার ইন্ডিয়ার নতুন দিনের সূচনায় তিনিই নেতৃত্ব দেবেন বলে জানান  এন চন্দ্রশেখরন। আগামী ১ এপ্রিল থেকে ইলকার আইসি নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। এই প্রসঙ্গে তিনি জানান, টাটা গ্রুপের ,ঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি নিজেকে সম্মানিতবোধ করছেন। টাটা গোষ্ঠীর শীর্ষস্থানীয় পদাধিকারী ও কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করছেন। টাটা সন্সের এয়ার ইন্ডিয়ার ঐতিহ্যকে আরও ভালভাবে তুলে ধরতে এবং এটিকে  বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমান সংস্থা হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য এমনটাই বললেন তিনি। 

আরও পড়ুন-রতন টাটার সারক্ষণের সঙ্গী এই সারমেয়, জানুন এক অনবদ্য কাহিনি

আরও পড়ুন-এয়ার ইন্ডিয়ার যাত্রীদের জন্য রতন টাটার বিশেষ বার্তা, কী বললেন তিনি শুনে নিন আপনিও

আরও পড়ুন-লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ টাটা গোষ্ঠীর, দীর্ঘ ৬৯ বছরের অপেক্ষার অবসান, এয়ার ইন্ডিয়াতে প্রাণ সঞ্চার করল টাটা

টাটা গোষ্ঠীর হাতে কিছুদিন আগেই হস্তান্তরিত হয়েছে এয়ার ইন্ডিয়া। তবে এয়ার ইন্ডিয়া ছাড়াও এই গোষ্ঠী ভিস্তারা এবং এয়ার এশিয়ার বড়সড় অংশীদার। প্রায় ৬৯ বছর পর টাটার অধীনে এয়ার ইন্ডিয়া আসাকে  ঐতিহাসিক সাফল্যের দিক থেকে বিচার করলে এক মাহেন্দ্রক্ষণই বটে। এবার নতুন সিইও ও ম্যানেজিং ডিরেক্টরের হাত ধরে সাফল্যের দিকে আরও একধাপ এগিয়ে যাওয়ার আশা রাখছে টাটা সন্স।