Vijay Rupani dies: বৃহস্পতিবার আমেদাবাদে বিমান দুর্ঘটনায় (Plane Crash in Ahmedabad) ২০০ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে আছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
Air India plane crash Vijay Rupani died: মুখ্যমন্ত্রী হিসেবে পাঁচ বছর যে শহরে কাজ করেছেন, বৃহস্পতিবার সেখানেই বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রাণ হারালেন বিজয় রূপানি (Vijay Rupani)। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Gujarat Chief Minister) এদিন আমেদাবাদ থেকে লন্ডন (London) যাওয়ার জন্য উড়ান ধরেন। আবহাওয়া ভালো ছিল। কোনও সমস্যা ছিল না। যাত্রীরা সবাই খোশমেজাজে ছিলেন। এটাই যে শেষ যাত্রা হতে চলেছে, তা কেউই দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর (Sardar Vallabhbhai Patel International Airport) থেকে আকাশে ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই ভেঙে পড়ল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান (Boeing 787-8 Dreamliner aircraft)। এই দুর্ঘটনাতেই প্রাণ হারালেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলে শোক
বৃহস্পতিবার বিমান দুর্ঘটনার পর থেকেই রূপানিকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। সন্ধেবেলা খারাপ খবর দেন গুজরাটের বিজেপি সভাপতি সি আর পাতিল (CR Patil)। তিনি জানান, 'প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি প্রয়াত হয়েছেন। বিজেপি পরিবার গভীরভাবে দুঃখিত।' গুজরাটের মেহসানায় ছিলেন পাতিল। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন। গুজরাটের বিজেপি সভাপতি বলেন, ‘যাঁদের মৃত্যু হয়েছে, ঈশ্বর তাঁদের আত্মাকে শান্তি দিন। মৃত ব্যক্তিদের পরিবারকে শক্তি ও শান্তি দিন।’
গুজরাটের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনায় মৃত্যু
১৯৬৫ সালে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবন্তরাই মেহতা (Balwantrai Mehta)। এবার গুজরাটের দ্বিতীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন রূপানি। ৬০ বছর পর একই ধরনের ঘটনা দেখা গেল। রূপানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র (Sambit Patra)। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছিলেন রূপানি। কিন্তু তাঁর আর যাওয়া হল না। শেষকৃত্যের জন্য পরিবারের সদস্যরা লন্ডন থেকে আমেদাবাদে আসতে পারেন। তবে তাঁরা কবে আমেদাবাদে এসে পৌঁছবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


