- Home
- India News
- Amit Shah: কোটিপতি অমিত শাহের নেই একটিও গাড়ি, রইল বিজেপি নেতার মোট সম্পদের বিস্তারিত তথ্য
Amit Shah: কোটিপতি অমিত শাহের নেই একটিও গাড়ি, রইল বিজেপি নেতার মোট সম্পদের বিস্তারিত তথ্য
গুজরাটের গান্ধীনগরের বিজেপির প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি মনোনয়ন দাখিল করেছেন। সেই অনুযায়ী অমিত শাহ কোটিপতি। প্রচুর সম্পত্তি রয়েছে তাঁর স্ত্রীরও।
| Published : Apr 20 2024, 08:28 PM IST
- FB
- TW
- Linkdin
অমিত শাহ
বিজেপির চাণক্য হিসেবেই পরিচিত অমিত শাহ। মোদী সরকারের নম্বর টু। তাঁর হাতেই রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। গান্ধীনগরের বিজেপির প্রার্থী। একটা সময় এই কেন্দ্রের সাংসদ ছিলেন লালকৃষ্ণ আদবানী। অমিত শাহ দীর্ঘদিন গুজরাটের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।
অমিত শাহের নির্বাচনী হলফনামা
শুক্রবার মনোনয়ন দাখিল করেছিলেন অমিত শাহ। সেখানেই নিজের সম্পত্তির হিসেব নিকেশ দিয়েছেন তিনি। একটি সর্বভারতীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী অমিত শাহ কোটিপতি।
অমিত শাহের সম্পত্তি
নির্বাচনী হলফনামা অনুযায়ী অমিতশাহের ২০ কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে। আর অস্থাবর সম্পত্তির পরিমাণে ১৬ কোটি।
অমিত শাহের গাড়ি ও পেশা
নির্বাচনী হলফনামা অনুযায়ী অমিত শাহের নিজের কোনও গাড়ি নেই। হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর প্রধান পেশা ও আয়ের উৎস কৃষিকাজ।
অন্যান্য আয়
অমিত শাহ জানিয়েছেন, তিনি সমাজসেবী। সাংসদ হিসেবে বেতন নেন। বাড়ি ভাড়া থেকে আয় হয়। শেয়ার রয়েছে। সেখানে থেকেও আয় হয় তাঁর।
অমিত শাহের নগদ টাকা
অমিত শাহ নির্বাচনী হলফনামায় জানিয়েছেন তাঁর হাতে নগদ রয়েছে ২৪ হাজার ১৬৪ টাকা।
অমিত শাহের বার্ষিক আয় -ব্যায়
রিপোর্ট অনুযায়ী অমিত শাহের বার্ষিক আয় ৭৫.০৯ টাকা। অমিত শাহের ১৫.৭৭ লক্ষ টাকা ঋণ রয়েছে।
অমিতশাহের গয়না
রিপোর্ট অনুযায়ী অমিত শাহের কাছে ৭২ লক্ষ টাকার গয়না রয়েছে। তারমধ্যে কেনা গয়নার মূল্য মাত্র ৮.৭৬ টাকা।
অমিত শাহের স্ত্রীর সম্পত্তি ও গয়না
রিপোর্ট অনুযায়ী অমিত শাহের স্ত্রীর বার্ষিক আয় ৩৮.৫৪ লক্ষ টাকা। স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৯ কোটি ও ২২.৪৬ কোটি টাকা। ঋণ রয়েছে ২৬.৩২ লক্ষ টাকা। ১.১০ কোটি টাকা মূল্যের গয়না রয়েছে তাঁর। যার মধ্য়ে ১৬২০ গ্রাম সোনা ও ৬৩ ক্যারেট হীরার গয়না রয়েছে।
এক নজরে সম্পত্তি
অমিত শাহ মোট ৩৬ কোটি টাকার সম্পত্তির মালিক। স্থাবর সম্পত্তি ১৬ কোটি টাকা। আর অস্থাবর সম্পত্তি ২০ কোটি টাকা।
অমিত শাহের বিরুদ্ধে মামলা
অমিত শাহের বিরুদ্ধে তিনটি অপরাধমূলক মামলা রয়েছে।
অমিত শাহের দাবি
তিনি একটি ছোট বুথ কর্মী থেকে সংসদে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি সরকার অনেক কাজ করেছে। অমিত শাহ বলেছেন যে তিনি গত ৩০ বছর ধরে বিধায়ক এবং সাংসদ হিসাবে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করেছেন।