সংক্ষিপ্ত
এর আগে আগস্ট মাসেই দুধের দাম বাড়িয়েছিল এই সংস্থা। শুধু আমুল নয়, একই পথে পা বাড়ায় দেশের অন্য এক দুধ প্রস্তুতকারী সংস্থা মাদার ডেয়ারিও। সেই সময় লিটার প্রতি দু'টাকা দাম বাড়িয়েছিল আমুল। তার আগে ২০২২ সালেরই মার্চ মাসেও দাম বেড়েছিল দুধের।
দেশজুড়ে মুদ্রাস্ফীতির আবহেই ফের একবার দুধের দাম বাড়াল আমুল। চলতি বছরে এই নিয়ে তিনবার বাড়ল দুধের দাম। তবে এই বার গল্পটা বাকি দু'বারের থেকে খানিকটা আলাদা। দেশের সব রাজ্যে দুধের দাম বাড়লেও ব্যতিক্রম গুজরাট। এই খবর প্রকাশ্যে আসার পরই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আসন্ন বিধানসভা নির্বাচনই কি ব্যতিক্রমের কারণ? উঠছে প্রশ্ন।
দেশজুড়ে বাড়ল আমুলের ফুল ক্রিম দুধের দাম। ৬১ টাকা থেকে বেড়ে লিটার প্রতি দাম দাঁড়াল ৬৩ টাকায়। দেশের সব রাজ্যে এই নতুন দাম ধার্য হলেও দাম বাড়ল না গুজরাতে। ‘গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড’-এর এমডি আরএস সোধি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে "ফুল ক্রিম দুধ, গোল্ড ও মোষের দুধের দাম গুজরাত ছাড়া বাকি সব রাজ্যে লিটার প্রতি ২ টাকা বৃদ্ধি করছে আমূল।" এরপরই গুজরাতে দাম না বাড়ায় প্রশ্ন তুলছেন অনেকে। একাংশের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কি এই সিদ্ধান্ত?
এর আগে আগস্ট মাসেই দুধের দাম বাড়িয়েছিল এই সংস্থা। শুধু আমুল নয়, একই পথে পা বাড়ায় দেশের অন্য এক দুধ প্রস্তুতকারী সংস্থা মাদার ডেয়ারিও। সেই সময় লিটার প্রতি দু'টাকা দাম বাড়িয়েছিল আমুল। তার আগে ২০২২ সালেরই মার্চ মাসেও দাম বেড়েছিল দুধের। অর্থাৎ চলতি বছরে এই নিয়ে তিনবার দাম বাড়ল দুধের। ১০ মাসের মধ্যে প্রায় ৬টাকা বাড়ল দুধের দাম। যার জেরে ১০ মাস আগেও ৫৭ যে দুধের প্যাকেট পাওয়া যেত তার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৩ টাকায়।
আরও পড়ুন - এক ধাক্কায় ৩৮-৪০ টাকা বাড়ল জ্বালানির দাম, শ্রীলঙ্কার পথেই কি এগোচ্ছে বাংলাদেশ?
অগ্নিমূল্য বাজারে একেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে হাত পুড়ছে সাধারণ মানুষের। তার উপর ফের একবার দুধের দাম বাড়ায় উপরি চাপ বাড়ল আম আদমির কাঁধে। একে মুদ্রাস্ফীতির দাপটে দাম বেড়েছে বাজার থেকে যাতায়াত, ওষুধপত্র সব কিছুরই। তার উপর আবার একই বছরে তিন বার দাম বাড়ল দুধের। এবার কি তবে আমজনতার হেঁসেলে টান পড়বে দুধ, ঘি, মাখনের? এখন প্রশ্ন গতবারের মত এবারও কি আমুলের দেখানো পথেই হাটবে মাদার ডেয়ারি?
আরও পড়ুন - রাষ্ট্রপতি ভবনের পথে রাহুল গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ, ধুন্ধুমারকাণ্ড রাজধানীতে