সংক্ষিপ্ত

Singapore school fire: সিঙ্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের পুত্র মার্ক শঙ্কর। বর্তমানে ভর্তি রয়েছে হাসপাতালে।

 

Singapore school fire: সিঙ্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের পুত্র মার্ক শঙ্কর। বর্তমানে ভর্তি রয়েছে হাসপাতালে। মঙ্গলবার সকালে মার্কের স্কুলে আগুন লেগে যায়। যার জেরে অগ্নিদগ্ধ হয়ে মাত্র ৮ বছরের মার্ক। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে স্কুলে ক্লাস চলাকালীন আগুন লেগে যায়। আগুনেল লেলিহান শিখা আর ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ তাতেই অসুস্থ হয়ে পড়েন স্কুলের কর্মী আর ছাত্ররা। দ্রুত মার্ককে স্থনীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে স্কুলে আগুন লেগেছে তা অবশ্য স্পষ্ট নয়। ঘটনা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

মার্কের হাত আর পা অগ্নিদদ্ধ হয়েছে। পাশাপাশি প্রচুর ধোঁয়ার কারণে মার্ক শঙ্করের শ্বাসকষ্ট হয়। দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন মার্ক। জনসেনা পার্টির এক্স হ্যান্ডেলে দুর্ঘটনার খবর আর মার্ক শঙ্করের অসুস্থতার খবর শেয়ার করা হয়েছে।

১৯৯৭ সালে নন্দিনীকে প্রথম বিয়ে করেন পবন কল্যাণ। ২০০৭ সালে ভেঙে যায় তাদের সংসার। ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন। সেই সংসারে ইতিপড়ে ২০১২ সলে। পবন ও রেণুর দুই সন্তান রয়েছে। ২০১১ সলে টিন মার ছবির শ্যুটিং সেটে পবন প্রেমে পড়েন আন্না লেজনেভারের। ২০১৩ সালে বিয়ে। তারপরই তাঁদের দুই সন্তান পোলেনা অঞ্জনা পবনোভা নামের কন্যা আর মার্ক শঙ্কর পবনোভুচ নামে পুত্রের জন্ম হয়। ২০১৭ সালের ১০ অক্টোবর জন্ম হয় মার্কের। সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি করা হয়েছিল তাকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।