সংক্ষিপ্ত

  • জম্মু-কাশ্মীরের অবস্থা ক্রমশ জটিল হচ্ছে
  • গৃহবন্দি করা হয়েছে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা ও সাজ্জাদ লোন-সহ বিজেপি বিরোধী রাজনীতিকদের
  • জারি হয়েছে ১৪৪ ধারা।  সব মিলিয়ে কাশ্মীরে এখন পরিস্থিতি থমথমে
  •  এরই মধ্যে দীর্ঘদিন ধরে চলা কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খুললেন অভিনেতা অনুপম খের
     

জম্মু-কাশ্মীরের অবস্থা ক্রমশ জটিল হচ্ছে। গৃহবন্দি করা হয়েছে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা ও সাজ্জাদ লোন-সহ বিজেপি বিরোধী রাজনীতিকদের। জারি হয়েছে ১৪৪ ধারা।  সব মিলিয়ে কাশ্মীরে এখন পরিস্থিতি থমথমে। এরই মধ্যে দীর্ঘদিন ধরে চলা কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খুললেন অভিনেতা অনুপম খের। 

অনুপম টুইট করে বলেন, কাশ্মীর সমস্যার সমাধান শুরু হয়ে গিয়েছে। অনুপমের সেই টুইটকে বিজেপি শিবির থেকে স্বাগত জানানো হয়েছে। নরেন্দ্র মোদীর একটি ফ্যানপেজ এই টুইটে উত্তর দিয়েছে। ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি ও সাজ্জাদ লোনের ছবি দিয়ে সেই ফ্যান পেজ থেকে লেখা হয়, এদের সবার দোকান বন্ধ হওয়া দরকার। 

 

 

কেউ আবার অনুপমের টুইটের উত্তরে লেখেন, এবার উৎসবের প্রস্তুতি নেওয়া হোক। জম্মু-কাশ্মীরের এমন উত্তপ্ত পরিস্থিতিতে অনুপমের এই টুইট নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। 

একদিকে কাশ্মীরে ৩৫ এ ও ৩৭০ ধারা তুলে নেওয়ার ঘোষণার পরেই ওমর আবদুল্লা জানান এতে সমস্যার আরও অবনতি হবে। সেই মতোই জম্মু কাশ্মীর থেকে পর্যটকদের ফিরিয়ে দেওয়া হয়েছে এবং মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছে। 

প্রসঙ্গত, শুরু থেকেই বিজেপির নেওয়া প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে সহমত থেকেছেন অনুপম।