Viral Video : চেন্নাইয়ের আকাশে কি ভিনগ্রহের প্রাণীদের আনাগোনা? দেখুন আশ্চর্যজনক ভিডিও
চেন্নাইয়ের ইসিআর এলাকার আকাশে দেখা গিয়েছে উড়ন্ত আলোর দল। এই উড়ন্ত আলো আসলে কি ভিন গ্রহের প্রাণীদের উপস্থিতি? এই দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।
চেন্নাইয়ের ইসিআর এলাকার আকাশে দেখা গিয়েছে উড়ন্ত আলোর দল। এই উড়ন্ত আলো আসলে কি ভিন গ্রহের প্রাণীদের উপস্থিতি? হাতে গোনা দু-একটি নয়, একেবারে চার-চারটি উড়ন্ত মহাকাশযান অথবা ‘সসার’ (Flying Saucers)-এর আগমন লক্ষ্য করা গিয়েছে তামিলনাড়ুর প্রধান শহরের ওপর। এই দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। যা নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে।