Mumbai's Arthur Road Jail: দেশের অন্যতম সুরক্ষিত ও আধুনিক সুবিধাযুক্ত কারাগার হল মুম্বইয়ের আর্থার রোড জেল। অনেক গুরুতর মামলার আসামীকেই এই জেলে রাখা হয়েছে। এবার সেখানেই রাখা হবে মেহুল চোকসিকে (Mehul Choksi)।

DID YOU
KNOW
?
কাসবের সেলে চোকসি
২৬/১১ হামলার একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসবকে যেখানে রাখা হয়েছিল, মেহুল চোকসিকে সেখানেই রাখা হবে।

Mumbai's Arthur Road Jail's Barrack No 12: '১২ নম্বরের কয়েদি।' ঋণখেলাপী পলাতক ব্যবসায়ী মেহুল চোকসিকে (Mehul Choksi) এবার এই নামেই ডাকা হতে পারে। কারণ, মুম্বইয়ের আর্থার রোড জেলে ১২ নম্বর ব্যারাকেই তাঁকে রাখা হবে। বেলজিয়াম (Belgium) প্রশাসন দাবি করেছিল, ভারতের কারাগার বা সংশোধনাগারগুলির অবস্থা ভালো নয়। সেই দাবি নস্যাৎ করে দিয়ে আর্থার রোড জেলে ১২ নম্বর ব্যারাকে আধুনিক সবরকম ব্যবস্থা রাখা হয়েছে। ৪৬ বর্গমিটারের ব্যারাকে দু'টি সেল রয়েছে। এই সেলগুলিতে ব্যক্তিগত শৌচাগার-সহ সব ধরনের সুবিধা রয়েছে। বেলজিয়াম প্রশাসনকে এই ব্যারাকের ছবি পাঠানো হয়েছে। এই ব্যারাকে যে গাদাগাদি করে বন্দিদের রাখা হয় না এবং সুরক্ষা নিয়ে কোনও সমস্যা নেই, তা প্রমাণ করে দিচ্ছে ভারত।

এই ব্যারাকেই ছিল আজমল কাসব

আর্থার রোড জেলে ১২ নম্বর ব্যারাকেই ছিল ২৬/১১ হামলার একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসব (Ajmal Kasab)। একই ব্যারাকে রাখা হবে চোকসিকে। তাঁর চিকিৎসা বা আদালতে শুনানির জন্য নিয়ে যাওয়া ছাড়া কোনও সময়েই সেল থেকে বের করা হবে না। সবসময় সেলের মধ্যে থাকতে হবে চোকসিকে। তাঁকে বিচারবিভাগীয় পর্যবেক্ষণে রাখা হবে। তদন্তকারী সংস্থার পর্যবেক্ষণে থাকবেন না চোকসি

বেলজিয়ামের আদালতে খারিজ চোকসির আর্জি

বেলজিয়ামের আদালতে চোকসির আইনজীবীরা দাবি করেছিলেন, ভারতের কারাগারগুলিতে বন্দিদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই এবং ভারতের বিচারব্যবস্থার স্বাধীনতা নেই। তবে আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে। বিচারপতি বলেছেন, ভারতে শিখ আন্দোলন (Sikh activism) বা তিহার জেলের (Tihar Jail) সঙ্গে চোকসির কোনও সম্পর্ক নেই। ভারতের কারাগারে রাখা হলে চোকসির ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কার কোনও প্রমাণ নেই। তাঁকে যে ভারতের কারাগারে ঠিকমতো সুযোগ-সুবিধা দেওয়া হবে না, এ সংক্রান্ত কোনও প্রমাণও পাওয়া যায়নি। ফলে চোকসিকে বেলজিয়াম থেকে ভারতে প্রত্যর্পণ করা হবে। তারপর এদেশের আদালতে বিচার প্রক্রিয়া শুরু হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।