ফের বিতর্কিত মন্তব্য করলেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায় এক ভিডিওতে তিনি বলেছেন পাক সেনা কখনও তাদের নিজেদের লোকের উপর অত্যাচার করে না এর ফলে নেটজেনদের প্রবল সমালোচনার মুখে পড়েছেন লেখিকা এমনকী পাকিস্তানিরাও তাঁর সমালোচনা করল

ফের বিতর্কিত মন্তব্য এবং ফের সংবাদ শিরোনামে ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। এবার তিনি ভারত ও ভারতীয় সেনা বাহিনীর সমালোচনা করতে গিয়ে পক্ষ নিলেন পাকিস্তানি সেনার। এই বিষয়ে তাঁর মতামত সম্বলিত একটি ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওয় তিনি বলেছেন পাক সেনা কখনও তাদের নিজেদের লোকেদের উপর সেনাবাহিনীকে লেলিয়ে দেয় না।

স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভারতীয়রা, তবে সবার প্রথম সমালোচনা এসেছে এক পাকিস্তানির কাছ থেকেই। তারেক ফাতাহ বর্তমানে কানাডায় সাংবাদিকতা করলেও তাঁর জন্ম হয়েছিল পাকিস্তানেই। একসময়ে বামপন্থী ছাত্র রাজনীতিও করতেন। নিয়মিতই তাঁকে পাকিস্তানের সমালোচনা করতে শোনা যায়।

Scroll to load tweet…

অরুন্ধতীর কথার জবাবে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, '১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশে ৩০ লক্ষ মানুষকে গণহত্যা করেছিল। সেই সময় অরুন্ধতী কি অন্ধ এবং শ্রবনশক্তিহীন ছিলেন? তিনি কি বালুচিস্তান সম্পর্কে কিছু জানেন না? মনে হচ্ছে তিনি আক্ষরিক অর্থেই আইএসআই-এর ব্রিফিং নোট পড়ছেন।'

আরো পড়ুন - ঘৃণার প্রশ্নে মনকে বলো 'না', বার্তায় একজোট বুদ্ধিজীবীরা

আরো পড়ুন - নিহত ৪ কমান্ডারের দেহ ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিল ভারতীয় সেনা, নিরুত্তর পাকিস্তান

আরো পড়ুন -অমরনাথের পথে আগ্নেয়াস্ত্র, নিরাপত্তায় বিঘ্ন ঘটার আশঙ্কায় উপত্যকা ছাড়ার নির্দেশ তীর্থযাত্রীদের

আরও পড়ুন - ভারতের সব শহরই আওতায়! ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল পাকিস্তান

তারেক ফাতাহ ছাড়াও সোশ্য়াল মিডিয়ায় অরুন্ধতীকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক, কে কী বললেন 

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…