৪৫ কোটি টাকা দিয়ে সরকারি বাসভবনের সংস্কার বিতর্কে কেজরিওয়াল, মাঝপথে ছাড়লেন বৈঠক, ভাইরাল ভিডিও!

আম আদমি থেকে এক্কেবারে অভিজাত আদমি। এমনই অভিযোগ এখন কেজরিওয়ালের বিরুদ্ধে বিরোধীদের। বিজেপি তো আবার অরবিন্দ কেজরিওয়ালকে এখন রাজপুত্র বলেও ডাকছে। ৪৫ কোটি টাকা দিয়ে সরকারি বাসভবনের মেরামতিতে এখন বিতর্কে কেজরিওয়াল।

/ Updated: May 11 2023, 02:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের আতিশয্যে বিতর্কে কেজরিওয়াল। বিরোধীরা কটাক্ষ করে এখন কেজরিওয়ালের শিশ মহল বলে ডাকছে। ৪৫.২ কোটি টাকা দিয়ে সরকারি বাসভবনের সংস্কার। এর মধ্যে ১ কোটি টাকা লেগেছে শুধু পর্দা টাঙাতে। ৬ কোটি টাকা দিয়ে বসেছে মার্বেল পাথর। সরকারি এই বাসভবনের সংস্কারে সবুজ ধ্বংসের অভিযোগ। যার জন্য ইতিমধ্যেই এক তদন্ত কমিটি গঠন করেছে আদালত। জাতীয় সবুজ ট্রাইবুন্যাল এই কমিটি গঠন করেছে যারা তদন্ত করবে। এমনই এক পরিস্থিতিতে বুধবার সামনে এসেছে আরও ভাইরাল ভিডিও। ৪৫ কোটি টাকা দিয়ে সংস্কারের বিষয়ে প্রশ্ন করেন বিজেপি নেতা সতীশ উপাধ্যায়। নয়াদিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বৈঠক কার্যত মাঝপথে ত্যাগ করেন কেজরি। সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

Read more Articles on