সিমলায় এশিয়ানেট নিউজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান টিম, পরিদর্শন করবে হিমাচল প্রদেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন
এশিয়ানেট নিউজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান টিম প্রজাতন্ত্র দিবসের প্যারেড প্রত্যক্ষ করেছে । দলটি শুক্রবার সন্ধ্যায় সিমলায় ফিরে যায়, আগামী দিনে হিমাচল প্রদেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করবে তারা ।
এশিয়ানেট নিউজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান টিম প্রজাতন্ত্র দিবসের প্যারেড প্রত্যক্ষ করেছে | শিক্ষার্থীরা জানান, জীবনের অন্যতম বড় স্বপ্ন পূরণ হয়েছে | দলটি শুক্রবার সন্ধ্যায় সিমলায় ফিরে যায় | আগামী দিনে হিমাচল প্রদেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করবে তারা | দুদিন পরে অর্থাৎ রবিবার তাঁরা দিল্লিতে ফিরবেন | এই দল বিটিং দ্য রিট্রিট, প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপনী অনুষ্ঠানেরও সাক্ষী থাকবে | সোমবার রাজঘাটে গান্ধী স্মৃতি দিবসের অনুষ্ঠানে যোগ দেবে এই টিম |