Gaurav Gogoi: পাকিস্তানের সঙ্গে যোগ থাকার অভিযোগে অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে ফের আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। তাঁর এই অভিযোগ নিয়ে জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
Himanta Biswa Sarma attacks Gaurav Gogoi: পাকিস্তান-যোগ (Pakistani-link) নিয়ে কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে (Congress MP Gaurav Gogoi) ফের আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। পাকিস্তান সরকারের সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে বিভিন্ন দেশকে বোঝানোর জন্য সাংসদদের যে প্রতিনিধি দল তৈরি হচ্ছে, সেই দলে গগৈকে না রাখার দাবি জানিয়েছেন হিমন্ত। তিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) কাছে এই দাবি জানিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কোলবার্ন (Elizabeth Colburn) যখন ভারতে কর্মরত ছিলেন, তখন তিনি পাকিস্তানের একটি এনজিও থেকে বেতন নিতেন। গগৈ কেন্দ্রীয় সরকারকে না জানিয়ে দুই সপ্তাহ পাকিস্তানে ছিলেন বলেও দাবি করেছেন হিমন্ত। তাঁর অভিযোগ, গগৈয়ের সন্তান ভারতের নাগরিক না।
পাকিস্তান-যোগ নিয়ে আক্রমণ
'এক্স' হ্যান্ডলে পোস্ট করে রাহুলের নাম উল্লেখ করে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এই তালিকায় অসমের এক সাংসদের নাম আছে যিনি পাকিস্তানে দীর্ঘদিন থাকার কথা অস্বীকার করেননি। তিনি দুই সপ্তাহ পাকিস্তানে ছিলেন বলে জানা গিয়েছে। বিশ্বাসযোগ্য নথি থেকে দেখা গিয়েছে, তাঁর স্ত্রী ভারতে কাজ করার সময় পাকিস্তানের এনজিও থেকে বেতন পেয়েছেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে আর্জি জানাচ্ছি, এরকম সংবেদনশীল ও কৌশলগত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্ত করবেন না।’
অভিযোগ খারিজ গৌরব গগৈয়ের
গগৈ অবশ্য এই সব অভিযোগকে পুরোপুরি খারিজ করে বলেছেন, এসব রাজনৈতিক বিদ্বেষ থেকে প্ররোচিত এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
কংগ্রেস এই সাংসদদের বেছে নিয়েছে
পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ (Pakistan-sponsored terrorism) নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করার জন্য বিদেশে পাঠানো হচ্ছে এমন সর্বদলীয় প্রতিনিধিদলে কংগ্রেসের পক্ষ থেকে চারজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন আনন্দ শর্মা (Anand Sharma), সৈয়দ নাসির হুসেন (Syed Naseer Hussain), রাজা ব্রার (Raja Brar) ও গগৈ। যদিও অবাক করার বিষয় হল, এই তালিকায় শশী থারুরের (Shashi Tharoor) নাম ছিল না। যদিও তাঁকেই একটি প্রতিনিধিদলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে।
থারুরকে নিয়ে কংগ্রেসে ফাটল
থারুর প্রকাশ্যে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের সমর্থন করেছিলেন। এর ফলে কংগ্রেসের অন্দরে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এটাই কারণ বলে মনে করা হচ্ছে যে, দলের তালিকায় তাঁর নাম ছিল না।
বিদেশে পাক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা
২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা (Pahalgam Terror Attack) এবং তারপর ভারতের সামরিক পাল্টা পদক্ষেপের পর কেন্দ্রীয় সরকার এখন বিশ্বব্যাপী পাকিস্তানের ভূমিকা উন্মোচন করতে ব্যস্ত। এই প্রতিনিধি দলে বিজেপি থেকে রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) এবং বৈজয়ন্ত পান্ডা (Baijayant Panda), জেডিইউ (JDU) থেকে সঞ্জয় কুমার ঝা (Sanjay Kumar Jha), ডিএমকে (DMK) থেকে কানিমোঝি (Kanimozhi Karunanidhi), এনসিপি (NCP) থেকে সুপ্রিয়া সুলে (Supriya Sule) এবং শিবসেনা (Shiv Sena) থেকে শ্রীকান্ত শিন্ডে (Shrikant Shinde) আছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


