প্রবল ঠান্ডার মধ্য়েই কেঁপে উঠল অসম। সোমবার ভোরে ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ এই রাজ্যটি। যার কারণে রীতিমত আতঙ্ক ছড়ায়।

প্রবল ঠান্ডার মধ্য়েই কেঁপে উঠল অসম। সোমবার ভোরে ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ এই রাজ্যটি। যার কারণে রীতিমত আতঙ্ক ছড়ায়। ভোর বেলায় আতঙ্কেই অনেকে ঘর ছেড়ে বেরিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Scroll to load tweet…

ভারতের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্য়াশানাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী সোমবার ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। অসম -সহ উত্তর-পূর্বের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। ভূমিকম্পের কেন্দ্র ছিল অসমের মরিগাঁও। তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এই জেলা অবস্থিত। বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মরিগাঁও কোপিলি ফল্ট লাইনের উপরে পড়ে। অতীতেও এই ফল্ট লাইনের জেরে একাধিকবার ছোটবড় ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

ভোট ৪টে নাগাদ ভূমিকম্প হওয়ায় সেই সময়ে অধিকাংশ মানুষই ঘুমাচ্ছেলে। তীব্র কম্পনের জেরে ঘুম ভেঙে যায় বহু মানুষের। আতঙ্কের ঘর ছে়ড়ে বাইরে বেরিয়ে চলেন। কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট অনুযায়ী সোমবার ভোর ৩টে ৩৩ মিনিটে ত্রিপুরাতেও মৃদুকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.৩। এই রাজ্যেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।