সংক্ষিপ্ত

 

  • রাষ্ট্রপতি ভবনে করোনা আক্রান্ত কর্মীর সন্ধান
  • লোকসভার হাউস কিপিং  বিভাগেও করোনার থাবা
  • এবার মারণ ভাইরাস হানা দিল কেন্দ্রয়ী মন্ত্রকেও
  • অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কর্মীও করোনা আক্রান্ত


দেশে করোনা সংক্রমণে প্রথম সারিতে রয়েছে রাজধানী দিল্লি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস। ফলে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২ হাজারের গণ্ডি। বর্তমানে সংখ্যাটা ২,১৫৬। এর মধ্যে কেন্দ্রের চিন্তা বাড়িয়ে দিল একটি খবর। কোভিড ১৯ পজিটিভ ধরা পড়ল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এক কর্মীর করোনাভাইরাস পরীক্ষায়। 

 

 

বুধবার সকালেই ওই ব্যক্তির কোভিড ১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায় স্বাস্থ্যমন্ত্রক। জানা যাচ্ছে, প্রথম দফায় লক ডাউনের শেষে গত ১৫ এপ্রিল ওই ব্যক্তি কাজে যোগ দেন। এদিকে ওই কর্মীর করোনা সংক্রমণের খবর আসতেই বিমান পরবহণ মন্ত্রকের সদর দফতর রাজীব গান্ধী ভবন সিল করে দেওয়া হয়। এই সরকারি কর্মীর সংস্পর্শে আসা মন্ত্রকের অন্যান্য কর্মচারীদের কোয়ারেন্টাইনে যেতে বলা হয়। প্রয়োজন হলে তাদের করোনা পরীক্ষার কথাও ভাবছে কেন্দ্র। ইতিমধ্যে ওই এলাকায় স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে।

ফের কোরনা যোদ্ধাদের উপর হামলা, পুলিশ বাহিনীর দিকে ইঁট ছুঁড়ল উন্মত্ত জনতা, দেখুন ভিডিও

করোনার এবার পার্শ্বপ্রতিক্রিয়া শুরু চিনে, ফরসা থেকে কালো হয়ে গেলেন ২ চিকিৎসক

ভ্যাকসিন আবিষ্কারের পথে অনেকটাই এগিয়ে গেল ব্রিটেন, শুরু হচ্ছে মানবদেহে প্রয়োগ

মঙ্গলবারই রাষ্ট্রপতি ভবন ও লোকসভায় করোনা সংক্রমমের খবর পাওয়া যায়। প্রথমে রাষ্ট্রপতি ভবনের এক সাফাইকর্মীর করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর আসে। তার প্রেক্ষিতে এস্টেটের ১২৫টি পরিবারকে আইসোলেশেন পাঠান হয়। এক কিছুক্ষণ পরে লোকসভাতেও একই রকম খবর আসে। সেখানেও হাউস কিপিং বিভাগের এক কর্মী সংক্রমিত হয়েছেন বলে জানা যাচ্ছে। তারপরেই গোটা পরিবারকে আইসোলেশনে পাঠান হয়। এভাবে প্রশাসনিক স্তরেও এবার করোনা একের পর এক আক্রমণ হানায় স্বভাবতই চিন্তায় কেন্দ্রীয় সরকার।