সংক্ষিপ্ত

‘প্রাণপ্রতিষ্ঠা’ করার পুজো মাত্র ৮৪ সেকেন্ডে সম্পন্ন হয়ে গেলেও অযোধ্যার রাম মন্দিরের সম্পূর্ণ উদ্বোধন অনুষ্ঠানটি চলবে টানা ৫০ মিনিট ধরে।

পরমপূজ্য 'রামলালা'-র মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পুজো সম্পন্ন করা হবে সোমবার, ২২ জানুয়ারি। সেই উন্মোচনের জন্য শুভ সময় নির্ধারণ করা হয়েছে জ্যোতিষশাস্ত্র মেনে। মাত্র ৮৪ সেকেন্ডের মধ্যে মূর্তিটি পবিত্র করা হবে। পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড় এবং পণ্ডিত বিশ্বেশ্বর শাস্ত্রী-র মতে, ২২ জানুয়ারি দুপুরবেলা মূল মুহুর্তের সময়কাল হল ১২টা বেজে ২৯ মিনিট ৩ সেকেন্ড। সেই সময় থেকে শুরু হয়ে ১২টা বেজে ৩০ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত মহেন্দ্র ক্ষণ। অর্থাৎ, প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য মাত্র ৮৪ সেকেন্ড হাতে রয়েছে।

 

-
 

তবে, ‘প্রাণপ্রতিষ্ঠা’ করার পুজো মাত্র ৮৪ সেকেন্ডে সম্পন্ন হয়ে গেলেও অযোধ্যার রাম মন্দিরের সম্পূর্ণ উদ্বোধন অনুষ্ঠানটি চলবে টানা ৫০ মিনিট ধরে। ১২টা বেজে ৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে। চলবে ১২টা বেজে ৫৫ মিনিট পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) অবশ্য সাড়ে ১০টার মধ্যেই অযোধ্যায় পৌঁছে যাবেন। সকাল ১০ টা বেজে ২৫ মিনিটে অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে অবতরণ করে হেলিকপ্টারে চড়ে ১০টা বেজে ৪৫ মিনিট নাগাদ অযোধ্যার হেলিপ্যাডে পৌঁছবেন তিনি।




১০টা ৫৫ মিনিটে রামমন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টার পরে শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান। রামমন্দিরে রামের বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’-র জন্য বিশেষ ৮৪ সেকেন্ড সময়সীমাটির নামকরণ করা হয়েছে ‘অভিজিৎ মুহূর্ত’। রাজনীতিবিদ, শিল্পপতি, সেলিব্রিটি এবং ক্রীড়াবিদ সহ প্রায় ৭ হাজার জন আমন্ত্রিত অতিথিরা আজকের এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে (Pran Pratishtha Ceremony) যোগ দেবেন বলে আশা করা হচ্ছে ।