সংক্ষিপ্ত
প্রথম যে সোনার দরজা বসানোর ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে দুটি হাতি, দুই দ্বাররক্ষী। আর রয়েছে প্রচুর কারুকাজ।
মঙ্গলবার অযোধ্যা রাম মন্দিরে বসানো হল প্রথম সোনার দরজাটি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে। গর্ভগৃহে আগামী তিন দিনের মধ্যে আরও ১৩টি স্বর্ণ দ্বার প্রতিস্থাপন করা হবে রাম মন্দির প্রাঙ্গনে।
প্রথম যে সোনার দরজা বসানোর ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে দুটি হাতি, দুই দ্বাররক্ষী। আর রয়েছে প্রচুর কারুকাজ। এদিকে, শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট, মন্দির নির্মাণের তত্ত্বাবধানকারী প্যানেল, সোমবার রাতের আলোতে সজ্জিত মন্দিরের নির্মাণের কয়েকটি ছবি শেয়ার করেছিল। সেখানে মূলত তুলে ধরা হয়েছিল রামায়ণের উল্লেখযোগ্য চরিত্রগুলিকে। এবার সোনার দরজার ছবি প্রকাশ্যে এসেছে।
মন্দিরের ভিত প্রায় ২০ ফুট উঁচু। ৩৯২টি স্তম্ভ বা থাম থাকবে। ৪৪টি সুসজ্জিত গেট রয়েছে। গোটা মন্দির কমপ্লেক্স সুন্দর করে সাজান রয়েছে। লাগান হয়েছে প্রচুর গাছ। ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে তৈরি হয়েছে রাম মন্দির কমপ্লেক্সটি। এর দৈর্ঘ্য ৩৮০ ফুট। প্রস্থ ২৫০ ফুট। উচ্চতা ১৬১ ফুট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২ জানুয়ারি অযোধ্যা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন। তার হাতেই হবে অভিষেক অনুষ্ঠান। মন্দির ট্রাস্টের অভিষেক অনুষ্ঠানে অতিথির সংখ্যা ৭ হাজার। তালিকায় রয়েছে ন শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলি, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, মুকেশ অম্বানি ও গৌতম আদানিও রয়েছে। অযোধ্যায় তিনতলা বিশিষ্ট রাম মন্দির নির্মাণের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন মন্দির নির্মাণ কমিটির চেয়ারপারসন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথ রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করতে অযোধ্যায় রয়েছে। তিনি অযোধ্যা পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছে। কুম্ভমেলার সময় যে জাতীয় ব্যসস্থা রাজ্য সরকার করে তা করার নির্দেশ দিয়েছে। ১৪ জানুয়ারি থেকে একটি সাফাই অভিযান করার কথাও ঘোষণা করেছেন। রাম মন্দির উদ্বোধনের আগে গোটা শহরকেই পবিত্র করতে তৎপর যোগী সরকার। তিনি একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর শহর রূপেই অযোধ্যাতে তুলে ধরার চেষ্টা করছেন।