সংক্ষিপ্ত
বিচারপতিদের বেঞ্চের তরফে জানানো হয় যে, অ্যালোপ্যাথি ডাক্তারদের আপৎকালীন পরিস্থিতিতির জন্য জরুরি পরিষেবা দিতে হয়। এই পরিষেবা আয়ুর্বেদ ডাক্তারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
অ্যালোপ্যাথি ডাক্তারদের সঙ্গে আয়ুর্বেদ ডাক্তারদের বেতনও সমান ধার্য করার রায় দিয়েছিল গুজরাট আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন অ্যালোপ্যাথি চিকিৎসকরা। সেই মামলার রায় দেওয়া হল ২৬ এপ্রিল, বুধবার। আজ আয়ুর্বেদ ডাক্তারদের বেতন সংক্রান্ত গুজরাট হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দেন যে, আয়ুর্বেদ ডাক্তাররা শল্যচিকিৎসামূলক পদ্ধতির ক্ষেত্রে কোনও ভাবেই এমবিবিএস ডাক্তারদের সমান হতে পারেন না এবং সেই জন্যই, আয়ুর্বেদ চিকিৎসকরা কখনওই অ্যালোপ্যাথি চিকিৎসকদের মতো সমান বেতনের অধিকারী হতে পারেন না।
বুধবার এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি ভি রামাসুব্রামানিয়ান এবং পঙ্কজ মিথালের একটি বেঞ্চের তরফে জানানো হয় যে, অ্যালোপ্যাথি ডাক্তারদের আপৎকালীন পরিস্থিতির জন্য জরুরি পরিষেবা দিতে হয়। এই পরিষেবা আয়ুর্বেদ ডাক্তারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
বিচারকরা জানান, “অ্যালোপ্যাথি ডাক্তারদের জরুরি দায়িত্ব পালন করতে হয়। ট্রমা কেয়ারে তাঁদের দায়িত্ব অপরিসীম। সেখানে তাঁদের যথাযথ যত্ন প্রদান করতে হয়। তাঁরা বিজ্ঞানের চর্চা করেন আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির উন্নতির সাথে তাল মিলিয়ে। অ্যালোপ্যাথি ডাক্তাররা যে জরুরী দায়িত্ব পালন করতে সক্ষম এবং তারা ট্রমা কেয়ারে যে যত্ন প্রদান করতে সক্ষম, তা আয়ুর্বেদ ডাক্তাররা করতে পারেন না।" বিচারকদের আরও দাবি, “কঠিন ও জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে শল্যচিকিৎসকের সহায়তা করাও আয়ুর্বেদ ডাক্তারদের পক্ষে সম্ভব নয়, যা এমবিবিএস পাশ করা ডাক্তারদের পক্ষে সম্ভব।”
ওপিডি, অর্থাৎ, যেখানে ডাক্তাররা শত শত রোগীর সাথে দেখা করেন, সেই ক্ষেত্রের কথা উল্লেখ করে, সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, “আমাদের এতে কোনও সন্দেহ নেই যে, চিকিৎসা পদ্ধতির ইতিহাসে প্রত্যেকটা বিকল্পই গর্বের সাথে বিরাজ করতে পারে। কিন্তু, আজকের যুগে, দেশীয় চিকিৎসা পদ্ধতির অনুশীলনকারীরা জটিল অস্ত্রোপচার করেন না।” অবশ্য, আয়ুর্বেদ ডাক্তারদের বেতনের ক্ষেত্রে বৈষম্যের রায় দিলেও একই সঙ্গে আজ শীর্ষ আদালত অবশ্য এটাও স্বীকার করে নিয়েছে যে, ভারতের অভ্যন্তরে দেশীয় ওষুধের প্রসার করাও খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন-
আদালতে এগিয়ে এল অনুব্রত মণ্ডলের জামিনের শুনানির দিন, ভগ্ন স্বাস্থ্যের জন্য এবার কি রেহাই মিলবে?
Sukanya Mondal Arrested: গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল