আদালতে নির্দোষ প্রমাণিত বাবা-মা, তবুও জার্মানিতে বন্দি ছোট্ট আরিহা, সাহায্য চাইল পরিবার

Ariha Shah Foster Care : সাড়ে ৪ বছর ধরে জার্মানিতে আটকে রয়েছে ভারতীয় শিশু আরিহা শাহ। বাবা-মা আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও ঘরে ফিরতে পারছে না সে। আরিহাকে দেশে ফেরাতে দুই দেশের সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।

Share this Video

Ariha Shah Foster Care : দীর্ঘ সাড়ে ৪ বছর ধরে জার্মানির পালিত পরিচর্যায় (foster care) আটকে রয়েছে ভারতীয় শিশু আরিহা শাহ। তাকে দেশে ফিরিয়ে আনতে এবার ভারত ও জার্মান সরকারের কাছে জোরালো আবেদন জানিয়েছেন শিশুটির খালা কিঞ্জল শাহ।

প্রায় ৪০ মাস আগে জার্মান চাইল্ড সার্ভিসেসের একটি ভুল বোঝাবুঝির কারণে আরিহাকে তার বাবা-মায়ের থেকে আলাদা করা হয়েছিল। সেই সময় তাদের বিরুদ্ধে আইনি অভিযোগ আনা হলেও, জার্মানির আদালত এখন বাবা-মাকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। আদালতের রায়ে তারা এখন পুরোপুরি নির্দোষ।

কিঞ্জল শাহ সংবাদমাধ্যমকে জানান যে, বাবা-মায়ের বিরুদ্ধে বর্তমানে কোনো অভিযোগ নেই। তা সত্ত্বেও ছোট্ট আরিহাকে দীর্ঘ সময় ধরে পরিবারের বাইরে কাটাতে হচ্ছে। এই পরিস্থিতিতে ভারত সরকার যাতে দ্রুত পদক্ষেপ করে এবং জার্মান প্রশাসনের সঙ্গে কথা বলে শিশুটিকে তার নিজের দেশে ও পরিবারের কাছে ফিরিয়ে দেয়, সেই অনুরোধই জানানো হয়েছে।

Related Video