'আই লাভ মহম্মদ' বিতর্কে মুখ খুলে কড়া বার্তা বাগেশ্বর ধাম প্রধানের! কী বললেন?

Bageshwar Dham : দেশজুড়ে চলমান 'আই লাভ মহম্মদ' বিতর্কে মুখ খুললেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি বলেন, 'আই লাভ মহম্মদ' খারাপ নয়, কিন্তু 'আই লাভ মহাদেব'ও সমানভাবে গ্রহণযোগ্য হওয়া উচিত।'

Share this Video

দেশজুড়ে চলমান 'আই লাভ মহম্মদ' বিতর্কে মুখ খুললেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। তিনি বলেন, 'আই লাভ মহম্মদ' খারাপ নয়, কিন্তু 'আই লাভ মহাদেব'ও সমানভাবে গ্রহণযোগ্য হওয়া উচিত।' শাস্ত্রী আরও সতর্ক করে বলেন, “যদি কেউ মাথাকে শরীর থেকে আলাদা করার হুমকি দেয়, তাহলে আইন এবং হিন্দু সমাজ তাকে কখনও রেহাই দেবে না।” ধর্মীয় সহনশীলতার বার্তা দিয়েও তিনি বলেন, ভারত এমন এক দেশ যেখানে প্রত্যেকে নিজের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরকে ভালোবাসতে পারে। তাঁর এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক।

Related Video