BAPS Hindu Temple: 'মন্দির দর্শনে আবু ধাবিতে ভিড় বাড়বে,' আশায় প্রধানমন্ত্রী
- FB
- TW
- Linkdin
বোচাসনওয়াসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দির উদ্বোধন
বুধবার আবু ধাবির প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৮ সালে তিনিই এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবার সেই মন্দির উদ্বোধন হল।
সংযুক্ত আরব আমিরশাহি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দির তৈরির কাজে সাহায্য করার জন্য সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরে অসাধারণ স্থাপত্য ও শিল্পের ছোঁয়া দেখা যাচ্ছে
আবু ধাবিতে ২৭ একর জমিতে তৈরি হয়েছে মন্দির। এই মন্দিরে ভারতীয় স্থাপত্য ও শিল্প দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহির স্থাপত্যেরও পরিচয় পাওয়া যাচ্ছে।
ভারতের নাগরিকদের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরশাহি সরকারকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
মন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘সংযুক্ত আরব আমিরশাহি সরকার শুধু এখানে থাকা ভারতীয়দেরই হৃদয় জয় করেনি, ১৪০ কোটি ভারতীয়রও মন জয় করে নিয়েছে।’
সংযুক্ত আরব আমিরশাহির পর্যটনকে সমৃদ্ধ করবে মন্দির, মত প্রধানমন্ত্রীর
মন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি নিশ্চিত, অনেক ভক্ত এখানে আসবেন। এই মন্দির দর্শন করতে সংযুক্ত আরব আমিরশাহিতে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে। এর ফলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়বে।’
মন্দির তৈরির জন্য জমি দান করেছেন সংযুক্ত আরব আমিরশাহির যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান
আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরে একসঙ্গে ৩,০০০ মানুষ প্রার্থনা করতে পারবেন। এই মন্দিরে কমিউনিটি সেন্টার, প্রদর্শনী কক্ষ, পাঠাগার ও শিশুদের উদ্যান রয়েছে।
আবু ধাবির মন্দির উদ্বোধনের পর পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বুধবার পুরোহিতদের সঙ্গে নিয়ে আবু ধাবির প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করার পর সেখানে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
৭০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে বোচাসনওয়াসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা মন্দির
২০১৫ সালে জমি পাওয়ার পর থেকেই আবু ধাবির মন্দির তৈরির পরিকল্পনা শুরু হয়। এতদিনে এই মন্দিরের কাজ সম্পূর্ণ হল।
আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরে বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা প্রধানমন্ত্রীর
বিএপিএস মন্দিরে পাথরের উপর হাতুড়ির সাহায্যে 'বসুধৈব কুটুম্বকম' খোদাই করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় হিন্দু মন্দির তৈরি হল আবু ধাবিতে, উচ্ছ্বসিত ভারতীয়রা
সংযুক্ত আরব আমিরশাহি-সহ পশ্চিম এশিয়ায় যে ভারতীয়রা থাকেন, তাঁরা আবু ধাবির মন্দির নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।