Cyber Crime: ফেসবুক বিজ্ঞাপনের পিছনে প্রতারণার ফাঁদ, পা দিলেই হতে পারেন সর্বশান্ত
ফেসবুকে ভুয়ো বিজ্ঞাপনে ক্লিক করে ৫ কোটি টাকার বেশি হারালেন এক ব্যক্তি। জাল স্টক বিনিয়োগের শিকার নভি মুম্বইয়ের এই বাসিন্দা। প্রথমে অল্প টাকা তুলতে পারলেও, পরে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়।

সাইবার প্রতারণার কথা সকলেরই জানা। প্রতিদিনই সংবাদপত্র কিংবা কোনও কোনও সংবাদমাধ্যমে উঠে আসে এমন খবর।
আজকাল অনলাইন জালিয়াতি দ্রুত গতিতে বেড়ে চলেছে। বিভিন্ন ভাবে মানুষকে প্রতারণা করা হচ্ছে।
বিভিন্ন ভাবে বোকা বানিয়ে দুষ্কৃতীরা নিয়ে নিচ্ছে ব্যক্তির সারা জীবনের সঞ্চয়।
সদ্য প্রকাশ্যে এল এক নতুন ধরনের প্রতারণার খবর। ফেসবুকে ভুয়ো বিজ্ঞাপনের দ্বারা করা হচ্ছে প্রতারণায
ফেসবুকে বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখি সকলেই। প্রয়োজনীয় কিছু হলে তাতে ক্লিকও করে থাকেন অনেকেই।
এমনই বিজ্ঞাপনে ক্লিক করে এক ব্যক্তি ৫ কোটি টাকারও বেশি টাকা হারান। তিনি শিকার হন জাল স্টক বিনিয়োগের।
নভি মুম্বইয়ের ঘটনা এল প্রকাশ্যে। ফেসবুক স্ক্রল করতে গিয়ে স্টক ইনভেস্টমেন্টের একটি আকর্ষণীয় বিজ্ঞাপন দেখতে পান এক ব্য়ক্তি।
খুব একটা ভাবনাচিন্তা না করেই নিজের বিবরণ পূরণ করে দেন ওই ব্যক্তি। যার ফলে একটি জাল ট্রেডিং অ্যাপে অর্থ বিনিয়োগ শুরু করেন।
প্রথমিক ভাবে, তাকে অল্প পরিমাণে টাকা তোলার অনুমতি দেওয়া হয়েছিল। যা তার আত্মবিশ্বাসকে বাড়িতে তোলে। ধীরে ধীরে তিনি তার স্ত্রীর ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ৪.৭ কোটি বিনিয়োগ করেন।
অ্যাপে তার লাভ ১২.২ কোটি পর্যন্ত দেখানো হয়। কিন্তু যখনই তিনি টাকা তোলার চেষ্টা করেন তখন অ্যাকাউন্ট ব্লক করে দেয়।

